UGC NET JUNE 2023

জুন মাসের ইউজিসি নেটের জন্য আবেদন জানানো যাবে বুধবার থেকেই, ঘোষণা ইউজিসির

মঙ্গলবার টুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সভাপতি মামিডালা জগদেশ কুমার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২৩ ১৭:১৬
Share:

জুন মাসের ইউজিসি নেটের জন্য আবেদন জানানো যাবে বুধবার থেকেই। প্রতীকী ছবি।

চলতি বছরের জুন মাসের ইউজিসি নেট (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট)-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে বুধবার ১০ মে থেকেই। রেজিস্ট্রেশন করা যাবে অনলাইনেই। মঙ্গলবার টুইটের মাধ্যমে এমনটাই জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সভাপতি মামিডালা জগদেশ কুমার। ইউজিসি নেট-এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement

ইউজিসি নেটের জুন মাসের পরীক্ষাটি হবে আগামী ১৩ থেকে ২২ জুনের মধ্যে। পরীক্ষা হবে ৮৩ টি বিষয়ের উপর। পরীক্ষা হবে কম্পিউটার ভিত্তিক (সিবিটি)। পরীক্ষার্থীরা এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট ugcnet.nta.nic.in -এ আবেদন জানাতে পারবেন। আবেদন জানানো যাবে আগামী ৩১ মে বিকেল ৫টা পর্যন্ত।

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষাটির আয়োজন করা হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য পরীক্ষাটি নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement