Recruitment in Howrah

হাওড়া জেলার স্বাস্থ্যবিভাগে ৬০ হাজার টাকা বেতনের চাকরি, নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে

বয়স ৬৭ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ১৭:০০
Share:

হাওড়া জেলার স্বাস্থ্যবিভাগে চাকরির সুযোগ। প্রতীকী ছবি।

হাওড়া জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে চিকিৎসা আধিকারিক নিয়োগ করা হবে। সমিতিতে ন্যাশনাল আরবান হেলথ মিশন-এর জন্য এই নিয়োগ। প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। সোমবার সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরের পোর্টালে।

Advertisement

নিয়োগ হবে মেডিক্যাল অফিসার পদে। মোট শূন্যপদ ৬টি। পদগুলি পুর্ণ সময়ের জন্য। বয়স ৬৭ বছরের মধ্যে হলে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। নিয়োগের পর মাসিক বেতনের পরিমাণ হবে ৬০,০০০ টাকা।

এই পদের জন্য প্রার্থীদের মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া দ্বারা স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি ছাড়াও এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে। থাকতে হবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও।

Advertisement

প্রার্থীদের প্রাথমিক বাছাই হবে নথি যাচাইয়ের মাধ্যমে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে প্রার্থীদের। বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য প্রয়োজনীয় নথি নিয়ে ইন্টারভিউয়ের দিন উপস্থিত হতে হবে প্রার্থীদের। আগামী ১৮ মে দুপুর ১২ টায় ইন্টারভিউ হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায়। সেখানে নথি যাচাইয়ের জন্য সকাল ১০ টার মধ্যেই পৌঁছে যেতে হবে প্রার্থীদের। নিয়োগ সংক্রান্ত শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে যেতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement