প্রতীকী চিত্র।
চলতি বছরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বা কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েশন (সিইউইটি ইউজি) বা কুয়েট ইউজি-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই মর্মে মঙ্গলবার সন্ধেবেলা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থীরা অনলাইনেই এর জন্য আবেদন জানাতে পারবেন।
এ বারের কুয়েট ইউজি পরীক্ষা হবে আগামী ১৫ মে থেকে ৩১ মে-র মধ্যে। প্রতিদিন দু’টি বা তিনটি পর্বে পরীক্ষার আয়োজন করা হবে। এর পর ৩০ জুন প্রকাশিত হবে ফলাফল। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকবে এনটিএ বা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা। তবে এনটিএ-র তরফে জানানো হয়েছে, আসন্ন লোকসভা ভোটের দিনক্ষণের উপর নির্ভর করে এই পরীক্ষার নির্ঘণ্টে পরিবর্তন আনা হতে পারে।
চলতি বছরের কুয়েট ইউজি পরীক্ষা নেওয়া হবে হাইব্রিড পদ্ধতিতে। অর্থাৎ কাগজ-কলমে পরীক্ষার পাশাপাশি কম্পিউটারের মাধ্যমেও পরীক্ষা (সিবিটি) দেওয়া যাবে। দেশের মোট ৩৮০টি শহর এবং বিদেশের ২৬টি শহরে এই পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষা নেওয়া হবে মোট ১৩টি ভাষায়। এর মধ্যে রয়েছে— বাংলা, ইংরেজি, হিন্দি, অসমিয়া, গুজরাতি, কন্নড়, মালায়লম, মরাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু।
আগ্রহীদের পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট https://exams.nta.ac.in/CUET-UG -এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। বিষয় নির্বাচনের উপর ভিত্তি করে আবেদনমূল্যও পরিবর্তিত হবে। আবেদনের শেষ দিন আগামী ২৬ মার্চ। এই বিষয়ে বিশদ জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি দেখে নিতে হবে।