Govt Job

জলপাইগুড়ি জেলায় সরকারি চাকরির সুযোগ, আবেদন করবেন কী ভাবে?

ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সুইপার, হস্টেলের রাঁধুনি, সহকারী রাঁধুনি পদে প্রার্থী নেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৮:১৪
Share:

প্রতীকী ছবি

জলপাইগুড়ি জেলায় পিছিয়ে থাকা শ্রেণির কল্যাণ বিষয়ক আধিকারিক দফতরের তরফ থেকে একটি সরকারি স্কুলে কিছু শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, সুইপার, হস্টেলের রাঁধুনি, সহকারী রাঁধুনি পদে প্রার্থী নেওয়া হবে।

Advertisement

যোগ্যতা

এই পদগুলিতে কাজ করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সপ্তম শ্রেণি পাশ করতে হবে।

Advertisement

বয়ঃসীমা ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

শূন্যপদ ও বেতন

  • ল্যাবরেটরি অ্যাটেনডেন্টের ১টি শূন্যপদ রয়েছে। বেতন প্রতি মাসে ১৫ হাজার টাকা।
  • সুইপারের ১টি শূন্যপদ রয়েছে। বেতন প্রতি মাসে ১১ হাজার টাকা।
  • হোস্টেলের রাঁধুনির ৩টি শূন্যপদ রয়েছে। বেতন প্রতি মাসে ১২ হাজার টাকা।
  • সহকারী রাঁধুনির ১টি শূন্যপদ রয়েছে। বেতন প্রতি মাসে ১১ হাজার টাকা।

এক বছরের চুক্তির ভিত্তিতে পদগুলিতে নিয়োগ করা হবে।

নিয়োগ পদ্ধতি: ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। যদি কোনও প্রার্থীর ইন্টারভিউ পর্যায়ে একই নম্বর আসে, তা হলে বয়সের ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। শূন্যপদের চাহিদার ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি প্রজেক্ট অফিসার অ্যান্ডডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ডট্রাইবাল ডেভেলপমেন্ট, শিবাজি রোড, জলপাইগুড়ি ৭৩৫১০১।

https://jalpaiguri.gov.in/notice_category/recruitment/ এই ওয়েবসাইট থেকে ইচ্ছুক প্রার্থীরা বিস্তারিত জানতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement