WBCHSE Class 12th Result

পাশের হারে কলকাতাকে টেক্কা পূর্ব মেদিনীপুরের, সার্বিক পাশের হার কতটা বৃদ্ধি পেল?

২০২০-র পর ২০২৪-এর ৯০ শতাংশের গণ্ডি পেরোল উচ্চ মাধ্যমিকের সার্বিক পাশের হার। ২০২৩-এ এই পাশের হার ছিল ৮৯.২৫ শতাংশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৪ ১০:৫৫
Share:

প্রতীকী চিত্র।

প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। ২০২৪-এ পাশের হার ৯০ শতাংশ। যা আগের বছরের তুলনায় .৭৫ শতাংশ বেশি। পাশাপাশি, পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর কলকাতাকে টেক্কা দিয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী পূর্ব মেদিনীপুরের পাশের হার ৯৫.৭৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পাশের হার ৯২.৮৭ শতাংশ। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পশ্চিম মেদিনীপুর, পাশের হার ৯২.৭২ শতাংশ। কলকাতার পাশের হার ৯২.১৩ শতাংশ।

Advertisement

অন্য দিকে, ছাত্রীদের তুলনায় পাশের হারের নিরিখে ছাত্ররা এগিয়েছেন। মোট ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এঁদের মধ্যে ৩ লক্ষ ৬ হাজার ২৬৫ জন ছাত্র এবং ৩ লক্ষ ৭৫ হাজার ৭৮৪ জন ছাত্রী। ছাত্রীদের সংখ্যা বেশি হলেও পাশের হারের ছাত্ররাই এ বার টেক্কা দিয়েছেন। যেখানে ছাত্রদের পাশের হার ৯২.৩২ শতাংশ, সেখানে ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।

পাশাপাশি, বিজ্ঞান, কলা এবং বাণিজ্য শাখার পরিসংখ্যানের নিরিখেও এগিয়ে ছাত্ররাই। সেখানেও ছাত্র-ছাত্রীদের সংখ্যার তারতম্য থাকলেও পাশের হারের নিরিখে এগিয়ে রয়েছেন ছাত্ররাই। বিজ্ঞান শাখার ছাত্রদের পাশের হার ৯৭.৫৫ শতাংশ, বাণিজ্য শাখার ছাত্রদের পাশের হার ৯৫.৯৮ শতাংশ এবং কলা শাখার ছাত্রদের পাশের হার ৯০.৬৩ শতাংশ। সেখানে বিজ্ঞানের ছাত্রীদের পাশের হার ৯৬.৭৯ শতাংশ, বাণিজ্য শাখার ছাত্রীদের পাশের হার ৯৬.৩১ শতাংশ এবং কলা শাখার ছাত্রীদের পাশের হার ৮৬.৫৩ শতাংশ।

Advertisement

উল্লিখিত পরিসংখ্যান অনুযায়ী, সার্বিক ভাবে জেলার পড়ুয়ারা পাশের হারে এগিয়ে। পাশাপাশি ভাল ফল করেছে ছাত্ররাও। এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সংখ্যার নিরিখে ছাত্ররা সামান্য পিছিয়ে থাকলেও পাশের হারে এগিয়ে রয়েছে। এটা প্রশংসনীয়। তবে গত কয়েক বছরের তুলনায় পরীক্ষা দিয়েছেন, এমন ছাত্রীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, যা ইতিবাচক বিষয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement