NEET UG 2025

নিট ইউজি-তে থাকবে না বিকল্প প্রশ্ন, কমবে অতিরিক্ত সময়ও, বিজ্ঞপ্তি এনটিএ-র

গত বছর নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল দেশ জুড়ে। তার পরেই পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:১১
Share:

প্রতীকী চিত্র।

চলতি বছরের মেডিক্যালের স্নাতক পাঠক্রমে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট (নিট ইউজি) নিয়ে আবারও বড় ঘোষণা। সম্প্রতি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, এ বার পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে বদল আনছে তাঁরা। পরীক্ষার্থীরা কোনও বিকল্প বা ‘অপশনাল’ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। তাই পরীক্ষার জন্য নির্ধারিত সময়ও কমানো হবে।

Advertisement

পরীক্ষার্থীদের সুবিধার্থে কোভিড অতিমারির সময়ে নিট ইউজি অনেক সরলীকৃত করার চেষ্টা করে এনটিএ। ২০২১ সাল থেকে তাই প্রশ্নপত্রের ‘বি’ অংশে রাখা হয় বিকল্প প্রশ্ন। পরীক্ষার্থীদের মোট ২০০টি প্রশ্নের মধ্যে ১৮০টির উত্তর দিতে হত। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ৩ ঘণ্টা ২০ মিনিট। নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বছর পরীক্ষায় আর সেই অংশ রাখা হবে না। পরীক্ষার্থীদের ১৮০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনও বিকল্প প্রশ্ন থাকবে না। সময় বরাদ্দ হবে ৩ ঘণ্টা বা ১৮০ মিনিট। পরীক্ষায় থাকবে তিনটি বিভাগ। এর মধ্যে পদার্থবিদ্যা এবং রসায়ন— দু’টি বিভাগের প্রতিটিতে ৪৫টি করে প্রশ্ন এবং বায়োলজি বা জীববিদ্যা বিভাগে ৯০টি প্রশ্ন থাকবে।

উল্লেখ্য, এর আগে বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিএ জানিয়েছিল, জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)-এর সিদ্ধান্ত মেনে আগের মতোই চলতি বছরে অফলাইনে ‘ওএমআর’ বা অপটিক্যাল মার্ক রেকগনিশন শিটের মাধ্যমে দেশে নিট ইউজি-র আয়োজন করা হবে। এক দিনেই একটি অর্ধে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি, পরীক্ষার্থীদের নিট ইউজি রেজিস্ট্রেশন ফর্মের সঙ্গে অটোমেটেড পার্মানেন্ট অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি (আপার) আইডি সংযুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র এবং স্বচ্ছ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে এনটিএ। গত বছর নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল দেশ জুড়ে। তার পরেই পরীক্ষা নিয়ে একাধিক পদক্ষেপ করছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement