এমস কল্যাণী। সংগৃহীত ছবি।
কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ গবেষণামূলক কাজের সুযোগ। বুধবার এমনটা জানিয়ে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের অর্থপুষ্ট। যেখানে অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে গবেষক নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানের প্রকল্পটি কেন্দ্রের ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চের মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইউনিট স্কিমের অর্থপুষ্ট। প্রকল্পে নিয়োগ হবে রিসার্চ সায়েন্টিস্ট-১ (সায়েন্টিস্ট বি) পদে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদ বা প্রকল্পটির নাম উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট পদে প্রথমে ছ’মাসের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে। এর পর প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩৫ বছর। নিযুক্ত ব্যক্তির পারিশ্রমিক হবে মাসে ৫৬,০০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।
আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞানে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, দু’বছর গবেষণার অভিজ্ঞতাও থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা উল্লেখ করা হয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১ মার্চ। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।