NEET Exams

আগামী ১১ অক্টোবর নিট ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর ঘোষণা এমসিসি-র

এমসিসি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। এমসিসি তাদের সরকারি ওয়েবসাইট- mcc.nic.in.-এ নিট ইউজি-র কাউন্সেলিংয়ের বিস্তারিত সময়সূচিটি প্রকাশ করেছে গত ৪ অক্টোবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২২ ১৬:৩৪
Share:

নিট ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর ঘোষণা এমসিসি-র সংগৃহীত ছবি

মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) গত ৪ অক্টোবর নিট ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরুর কথা ঘোষণা করেছে। এমসিসি জানিয়েছে, আগামী ১১ অক্টোবর থেকে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) ইউজি-র কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে।

Advertisement

এমসিসি তাদের সরকারি ওয়েবসাইট- mcc.nic.in.-এ নিট ইউজি-র কাউন্সেলিংয়ের বিস্তারিত সময়সূচিটি প্রকাশ করেছে গত ৪ অক্টোবর।

এমসিসি-র দ্বারা পরিচালিত সর্বভারতীয় কোটা কাউন্সেলিং ও রাজ্য কাউন্সেলিংয়ের প্রক্রিয়াগুলি নির্দিষ্ট প্রতিষ্ঠানেই সম্পন্ন হবে। নিট কাউন্সেলিং প্রক্রিয়াটি বিভিন্ন সরকারি কলেজগুলিতে সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসনের জন্য এবং ডিমড /কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে, ইএসআইসি/এএফএমএস, জিপমার, এইমস এবং বিএসসি নার্সিং প্রোগ্রামে ১০০ শতাংশ আসনের জন্য আয়োজিত হবে।

Advertisement

এর আগে, এমসিসি ইউজি কাউন্সেলিংয়ের জন্য পিডব্লিউডি পরীক্ষার্থীদের নিট ডিসেবিলিটি সার্টিফিকেশন সেন্টার থেকে তাঁদের পিডব্লিউডি সার্টিফিকেটগুলি বানিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে আরও বলা হয়েছিল, যে পরীক্ষার্থীরা পিডব্লিউডি পরীক্ষার্থী হিসেবে এনটিএ-র ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করেছেন, তাঁরা যদি পিডব্লিউডিদের সংরক্ষণের সুবিধাগুলি পেতে চান, তা হলে তাঁদের কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ড শুরুর আগেই ডিসেবিলিটি সার্টিফিকেশন সেন্টার থেকে অনলাইন মাধ্যমে বিশেষ সক্ষমতার শংসাপত্রটিও সংগ্রহ করে নিতে হবে। এর পর তাঁদের ডিসেবিলিটি সার্টিফিকেশন সেন্টারে গিয়ে শারীরিক পরীক্ষার মাধ্যমে নিজেদের বিশেষ সক্ষমতা যাচাই করাতে হবে। যার উপর ভিত্তি করে তাঁদের শংসাপত্রটি দেওয়া হবে।

নিট ইউজি-র কাউন্সেলিংয়ের বিস্তারিত সময়সূচি:

প্রথম রাউন্ড

-রেজিস্ট্রেশন ও সেই বাবদ বরাদ্দ টাকা জমা করা: ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর সকাল ১১ টা পর্যন্ত

- বিকল্প বাছাই: ১৪ অক্টোবর থেকে ১৮ অক্টোবর রাত ১১.৫০ পর্যন্ত

-বিকল্প নিশ্চিত করা: ১৮ অক্টোবর দুপুর ৩টে থেকে রাত ১১.৫৫ পর্যন্ত

-যাচাই প্রক্রিয়া: ১৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত

-আসন বরাদ্দ: ১৯ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত

-ফল ঘোষণা: ২১ অক্টোবর

- বরাদ্দ প্রতিষ্ঠানে রিপোর্টিং: ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত

দ্বিতীয় রাউন্ড

-রেজিস্ট্রেশন ও সেই বাবদ বরাদ্দ টাকা জমা করা: ২-৭ নভেম্বর

- বিকল্প বাছাই : ৩-৮ নভেম্বর

-বিকল্প নিশ্চিত করা: ৮ নভেম্বর দুপুর ৩টে থেকে রাত ১১.৫৫ পর্যন্ত

-যাচাই প্রক্রিয়া: ৭-৮ নভেম্বর পর্যন্ত

-আসন বরাদ্দ: ৯-১০ নভেম্বর পর্যন্ত

-ফল ঘোষণা: ১১নভেম্বর

- বরাদ্দ প্রতিষ্ঠানে রিপোর্টিং: ১২-১৮ নভেম্বর পর্যন্ত

আরও পড়ুন:

মপ-আপ রাউন্ড

-রেজিস্ট্রেশন ও সেই বাবদ বরাদ্দ টাকা জমা করা: ২৩-২৮ নভেম্বর

-বিকল্প বাছাই :২৪-২৯ নভেম্বর

-বিকল্প নিশ্চিত করা: ২৯ নভেম্বর দুপুর ৩টে থেকে রাত ১১.৫৫ পর্যন্ত

-যাচাই প্রক্রিয়া: ২৮-২৯ নভেম্বর পর্যন্ত

-আসন বরাদ্দ: ৩০ নভেম্বর-১ ডিসেম্বর পর্যন্ত

-ফল ঘোষণা: ৩ ডিসেম্বর

-বরাদ্দ প্রতিষ্ঠানে রিপোর্টিং: ৪-১০ ডিসেম্বর পর্যন্ত

আকস্মিক শূন্যপদ বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড

-আসন বরাদ্দ প্রক্রিয়া: ১২-১৩ ডিসেম্বর

-ফল ঘোষণা: ১৪ ডিসেম্বর

-বরাদ্দ প্রতিষ্ঠানে রিপোর্টিং: ১৫-২০ ডিসেম্বর

বিডিএস বা বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে দুটি রাউন্ড ছাড়াও মপ আপ রাউন্ড ও স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডও আয়োজিত হয়। এর সময়সূচি এমসিসি-র ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে। যে প্রতিষ্ঠান বা কলেজগুলি এই প্রক্রিয়ার অংশগ্রহণ করবে, তারা শনিবার, রবিবার বা অন্যান্য ঘোষিত ছুটির দিনগুলিতেও কাজ করবে।

কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি কী ভাবে দেখবেন?

১. প্রথমেই সরকারি ওয়েবসাইট- mcc.nic.in-এ যেতে হবে।

২. এ বার হোমপেজে 'ইউজি মেডিক্যাল কাউন্সেলিং' ট্যাবে গিয়ে বিজ্ঞপ্তির লিঙ্কটি খুঁজতে হবে।

৩. লিঙ্কটিতে ক্লিক করলে বিজ্ঞপ্তিটি দেখা যাবে।

৪. এর পর বিজ্ঞপ্তিতে উল্লিখিত দিনগুলি ও অন্যান্য তথ্য ভাল ভাবে দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement