নিট পিজি কাউন্সেলিং সংগৃহীত ছবি
মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি) নিট পিজি মপ আপ রাউন্ডের রিপোর্টিংয়ের সময়সূচি প্রকাশ করল। শনিবারই এমসিসি নিট পিজি মপ আপ রাউন্ডের চূড়ান্ত ফলাফলটি তাদের ওয়েবসাইট mcc.nic.in-এ প্রকাশ করে।
রিপোর্টিংয়ের সময়সূচি প্রকাশ করে এমসিসি জানায়, সংশ্লিষ্ট কলেজগুলিতে প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। আগামী ২০ থেকে ২৪ নভেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীদের বরাদ্দ কলেজগুলিতে রিপোর্ট করতে হবে।
এ ছাড়া এমসিসি জানায়, কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনলাইন এমসিসি-র পোর্টালের মাধ্যমেই সম্পন্ন করতে হবে, কেউ অফলাইনে ভর্তি হলে তা খারিজ করে দেওয়া হবে।কলেজগুলিতে রিপোর্টিংয়ের সময় প্রার্থীদের এমসিসি-র ওয়েবসাইট থেকে আসন বরাদ্দের চিঠিটিও ডাউনলোড করে নিয়ে যেতে হবে।