এসএসসি সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড সংগৃহীত ছবি
স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) খুব শীঘ্রই কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল)-এর প্রথম স্তরের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে পরীক্ষার্থীরা এসএসসি-এর সরকারি ওয়েবসাইট-https://ssc.nic.in/-থেকে তাঁদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।
এসএসসি সিজিএল-এর প্রথম স্তরের পরীক্ষাটি অনলাইন মাধ্যমেই নেওয়া হবে। পরীক্ষাটি ১ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।
সিজিএল পরীক্ষায় যাঁরা আবেদন জানিয়েছেন, কমিশন তাঁদের আবেদনের স্ট্যাটাস সম্পর্কিত তথ্যও প্রকাশ করেছে। এর ফলে যাঁরা পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন, তাঁদের আবেদন কমিশনের তরফে গ্রহণ করা হয়েছে, না খারিজ করা হয়েছে, তা জানতে পারবেন পরীক্ষার্থীরা। যাঁদের আবেদনপত্র কমিশনের তরফে গৃহীত হবে, শুধু তাঁদেরই অ্যাডমিট কার্ড প্রকাশ করবে কমিশন।
এসএসসি এই সিজিএল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রকের নানা বিভাগে গ্রুপ 'সি' ও গ্রুপ 'বি' স্তরে প্রায় ২০,০০০-এরও বেশি পদে প্রার্থীদের নিয়োগ করবে। সিজিএল-এর দুটি স্তরের পরীক্ষায় পাশ করলে তবেই সেই প্রার্থীদের শূন্যপদগুলিতে নিযুক্ত করা হবে।
সিজিএল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে প্রার্থীরা কী ভাবে তা সংগ্রহ করবেন?
১. পরীক্ষার্থীদের প্রথমেই এসএসসি-এর সরকারি ওয়েবসাইট- https://ssc.nic.in/-এ যেতে হবে।
২. এর পর সেখানে 'অ্যাডমিট কার্ড' ট্যাবে ঢুকে 'সিজিএল'-এ গিয়ে 'অ্যাডমিট কার্ড'-এর লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩. এ বার নিজেদের রোল নম্বর/ রেজিস্টার্ড আইডি বা নিজেদের নাম ও জন্মসাল ও তারিখ দিয়ে লগ ইন করলেই অ্যাডমিট কার্ডটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে।
৪. পরীক্ষার্থীদের ওই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে।