Recruitment in Nadia

লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স নিয়ে পড়াশোনা? কাজের সুযোগ রয়েছে নদিয়া জেলায়

আগ্রহীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৩ ১৭:৫৭
Share:

কাজের সুযোগ রয়েছে নদিয়া জেলায়। প্রতীকী ছবি।

বইয়ে মুখ গুঁজেই কাটে অবসর সময়! দোকানে গেলেই মনে হয় কিনে ফেলি সমস্ত বই! তাই দুধের সাধ ঘোলে মেটাতে পড়াশোনাও করে নিয়েছেন লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স নিয়ে! কিন্তু এ বার চাকরি মিলবে কোথায়? সুযোগ রয়েছে! তা-ও একোবারে সরকারি চাকরির! সম্প্রতি নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি। নদিয়ার সরকার পোষিত বিভিন্ন গ্রামীণ গ্রন্থাগারে নিয়োগ করা হবে।বেশ কয়েকটি শূন্যপদের নিয়োগের কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এর জন্য আবেদন করতে হবে অনলাইনেই।

Advertisement

লাইব্রেরিয়ান পদে মোট শূন্যপদ রয়েছে ৩৭টি। আগ্রহীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ২২,৭০০-৫৮,৫০০ টাকা।

প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স সংক্রান্ত শংসাপত্র। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান থাকা এবং বাংলা ভাষায় স্বচ্ছন্দ হওয়াও জরুরি। লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স বা সমগোত্রীয় বিষয়ে প্রার্থীদের ব্যাচেলর্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। যাঁদের এর আগে কোনও লাইব্রেরিতে কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁরা অগ্রাধিকার পাবেন।

Advertisement

নিয়োগ হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার পরীক্ষা, শিক্ষাগত এবং পেশাদারি যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৫ জুন রাত ১২টা। নিয়োগ সম্পর্কিত তথ্য বিস্তারিত জানতে প্রার্থীদের নদিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement