উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। প্রতীকী ছবি।
রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক। স্কুল জীবনের শেষ পরীক্ষা। এর পরেই শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের জীবন। তবে, সেখানে পা রাখার আগে অতিক্রম করতে হবে উচ্চ মাধ্যমিক স্তর। পরীক্ষার আগের মুহূর্তে এবং পরীক্ষার সময় বিশেষ কিছু বিষয়ে নজরে রাখা প্রয়োজন।
পরীক্ষার শেষ মুহূর্তে নতুন কিছু না পড়ে, আগে থেকে যে বিষয়গুলি পড়া হয়েছে, সেগুলি বার বার রিভিশন করে নেওয়া ভাল।
প্রয়োজনে নোট তৈরি করে করে বার বার মনে রাখা যায়।
পরীক্ষার আগের দিন ভারী কিছু না খেয়ে, হালকা ধরনের খাবার খাওয়া ভাল। পাশাপাশি, পরীক্ষার দিতে যাওয়ার সময় খালি পেটে নয়, বরং হালকা কিছু খাবার খেয়ে যাওয়া দরকার।
ঘুম অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। তাই পরীক্ষার আগে বেশি রাত পর্যন্ত না পড়ে সঠিক সময় অনুযায়ী ঘুমিয়ে পড়া দরকার। প্রয়োজনে ভোরে উঠে আরও একবার চোখ বুলিয়ে নেওয়া যেতে পারে।
পরীক্ষার আগের রাতে ব্যাগ ভাল করে গুছিয়ে রাখলে পারলে ভাল। যাতে, সকালে কোনও তাড়াহুড়ো না থাকে।
হাতে সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেওয়া ভাল। যাতে যানজটে পরীক্ষার হলে পৌঁছতে কোনও সমস্যা না হয়।
পরীক্ষার হলে প্রশ্নপত্র পাওয়ার পর, অচেনা প্রশ্ন দেখলে একেবারেই ঘাবড়ে না গিয়ে, ধীরে সুস্থে শান্ত ভাবে পুর প্রশ্নপত্র চোখ বুলিয়ে নেওয়া প্রয়োজন।
এর পর প্রশ্নপত্রের কোন কোন প্রশ্ন লেখা যাবে, সেগুলি পেনসিল দিয়ে মার্ক করে নিলে সুবিধা হয়।
পরীক্ষার খাতায় সুন্দর ভাবে মার্জিন টেনে, পরিষ্কার পরিছন্ন ভাবে লেখা দরকার। এর ফলে যিনি খাতা দেখবেন, তাঁরও সুবিধা হবে।
সব শেষে বলা যায়, স্কুল জীবনের শেষ পরীক্ষা। এর নম্বরের উপরই নির্ভর করবে কলেজে ভর্তি-সহ বাকি বিষয়গুলিও। তাই অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষার প্রতিটি উত্তর লিখে আসা প্রয়োজন।