High Secondary

উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে পড়বেন ভেবেছেন? কোন বিষয়ে কেরিয়ার গড়া যেতে পারে, জেনে নিন

উচ্চ মাধ্যমিকের পর চিকিৎসাবিদ্যা, ইঞ্জিনিয়ারিং ছাড়াও আর কোন কোন বিভাগে পড়াশোনা করা যায়, তারই সুলুকসন্ধান দিচ্ছে এই প্রতিবেদন।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৭:১০
Share:
০১ ১১

স্কুল জীবনের শেষ পরীক্ষা উচ্চ মাধ্যমিক। এই পরীক্ষা শেষ মানেই ভবিষ্যৎ গড়ার তাগিদে আর এক ধাপ এগোনো।

০২ ১১

কিন্তু কী নিয়ে পড়বেন? কী বিষয়ে পড়লে চাকরির সুযোগ রয়েছে? এই সব প্রশ্নই মাথাচাড়া দিয়ে ওঠে।

Advertisement
০৩ ১১

এই প্রতিবেদন এই সব প্রশ্নের কিছু সমাধান খোঁজার চেষ্টা করেছে। দেখে নিন, উচ্চ মাধ্যমিক পাশের পর কোন কোন বিভাগে কেরিয়ার গড়ার সুযোগ থাকে।

০৪ ১১

সাধারণত বেশির ভাগ শিক্ষার্থীই বেছে নেন বিশেষ কোনও বিষয়ের উপর অনার্স-সহ ব্যাচলর ডিগ্রি করাকে। এই ডিগ্রি অর্জনের পর স্নাতকোত্তর, পিএইচডি করার সুযোগ থাকে। আবার, বিএড করে শিক্ষকের চাকরিতে নিযুক্ত হওয়া যায়।

০৫ ১১

মৎস্যবিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়ানো হয়।

০৬ ১১

এ ছাড়াও, ইন্ডাস্ট্রিয়াল ফিস অ্যান্ড ফিসারিজ নিয়ে বিএসসি করা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ আশুতোষ কলেজ এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অধীনে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ-সহ আরও অনেক প্রতিষ্ঠানেই পড়ার সুযোগ থাকে এই বিষয়ে।

০৭ ১১

ভবিষ্যতে আইনজীবিকাকে পেশা নির্বাচন করার জন্য আইন বিষয়ে পড়ার সুযোগ থাকে। প্রয়োজনীয় ধাপ অনুসরণ করে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন নিয়ে পড়াশোনা করে এই পেশায় যাওয়া যায়।

০৮ ১১

বিটেক (ব্যাচলর অফ টেকনলোজি) করা যায়। এটি ইঞ্জিনিয়ারিংয়ের একটি ডিগ্রি। স্নাতক হওয়ার পর এমটেক করার সুযোগ থাকে। অথবা সংশ্লিষ্ট বিষয়ে কাজের সুযোগ থাকে।

০৯ ১১

বিবিএ (ব্যাচলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) পড়ার সুযোগ থাকে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে পড়ার পর এমবিএ বা চাকরি করা যায়। অথবা, নিজস্ব ব্যবসাও শুরু করা যায়।

১০ ১১

হোটেল ম্যানেজমেন্ট নিয়েও পড়া যেতে পারে। ভারতে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্ট পড়ানোর প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে উচ্চ মাধ্যমিকের পর এই বিষয়ের উপর কোর্স করা যেতে পারে। পাশ করার পর সাধারণত ক্যাম্পাসিংয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থায় কাজের সুযোগ থাকে।

১১ ১১

সাংবাদিকতা, ফ্যাশন ডিজ়াইনিং, নার্সিং, ভাষাবিদ্যা, ফিল্ম স্টাডিজ, গ্রাফিক ডিজ়াইনিং ও অ্যানিমেশন, পুষ্টিবিদ্যা, মনোবিজ্ঞান, সৃজনশীল (নাচ, গান, নাটক) বিষয়গুলি নিয়েও এগোনো যেতে পারে।

সব ছবি সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement