CU PhD Admission

কমার্স নিয়ে পিএইচডি পড়ার ইচ্ছে? সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়

২০২৫ শিক্ষাবর্ষের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশন্যাল ইনস্টিটিউশনস-এর তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্য আসন রয়েছে ৪০টি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৩:৩২
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিষয়ে পিএইচডির সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গেলেই দেখা যাবে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি।

Advertisement

২০২৫ শিক্ষাবর্ষের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হায়ার এডুকেশন্যাল ইনস্টিটিউশনস-এর তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্য আসন রয়েছে ৪০টি। আবেদনের জন্য প্রার্থীকে কমার্স বিষয়ে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। যে সমস্ত প্রার্থী ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ স্টেট এলিজিবিলিটি টেস্ট/ এমফিল উত্তীর্ণ নন, তাঁদের বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সঙ্গে দিতে হবে ১০০ টাকা আবেদনমূল্য। ২১ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২৫ ফেব্রুয়ারি হবে লিখিত পরীক্ষা। এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement