Death in Elephant Attack

শুঁড়ে পেঁচিয়ে পর পর আছাড়! হাতির হানায় মৃত্যু এক বৃদ্ধের, আতঙ্কে দাঁতনের গ্রামবাসী

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণত দাঁতনের ওই এলাকায় হাতির আনাগোনা নেই। রবিবার কী ভাবে হাতির দল প্রবেশ করল সেখানে, তা ভাবাচ্ছে বনকর্মীদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

আচমকাই হাতির দলের সামনে পড়ে যান। পালানোর চেষ্টা করেও লাভ হয়নি। শুঁড়ে তুলে তাঁকে রাস্তায় আছাড় মারে এক হাতি। আর তাতেই মৃত্যু হল বেলদার এক বৃদ্ধের। হাতির তাণ্ডবে আতঙ্কে গ্রামবাসীরা।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে সীমানা পেরিয়ে একটি হাতির দল ঢুকে পড়ে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেঞ্জের দাঁতন থানা এলাকায়। পড়শি রাজ্যের জলেশ্বর রেঞ্জের দিক দিয়েই মোয়ারুই, পলাশিয়া, মালপাড়া এলাকায় ঢুকে পড়ে এক দল হাতি। সেই দলে ছিল ১৪-১৫টা হাতি। রবিবার সকালেই হাতির দলের হানার খবর পান বনকর্মীরা। গ্রামবাসীরা জানতে পারেন, তাঁদের সব্জি ক্ষেতে ঢুকে পড়েছে হাতির দল। এই খবর পেয়ে দেখতে যান কয়েক জন কৃষক।

রাস্তাতেই হাতির দলের মুখোমুখি হন রামু মুর্মু নামে বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ। হাতির কবল থেকে বাঁচতে পালানোর চেষ্টা করেন তিনি। কিন্তু একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে রাস্তাতেই আছাড় মারে। তাতেই তাঁর মৃত্যু হয়। রামুর দেহ উদ্ধার করে খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাঁর দেহের ময়নাতদন্ত হবে।

Advertisement

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সাধারণত দাঁতনের ওই এলাকায় হাতির আনাগোনা নেই। রবিবার কী ভাবে হাতির দল প্রবেশ করল সেখানে, তা ভাবাচ্ছে বনকর্মীদের। হাতি ঢুকে পড়ার খবর পেয়ে এলাকায় মানুষকে সতর্ক করতে মাইকিং করছে বন দফতর। ডিএফও (খড়্গপুর) মণীশ যাদব জানান, হাতির আক্রমণে মৃত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement