IISWBM Admission 2025

সাপ্লাই চেন ম্যানেজমেন্ট নিয়ে জানতে চান? এক বছরের কোর্স করাবে আইআইএসডব্লিউবিএম

বিজ্ঞান, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রের স্নাতক উত্তীর্ণরা কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫১
Share:

আইআইএসডব্লিউবিএম। সংগৃহীত ছবি।

বর্তমানের দুনিয়া প্রতিযোগিতামূলক। এর মধ্যে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলি কী করে যথাযথ ভাবে কাজ সম্পন্ন করবে, কী ভাবে লাভের অঙ্ক বাড়াবে, তা নিয়ে একটি কোর্স করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজ়নেস ম্যানেজমেন্ট (আইআইএসডব্লিউবিএম)। কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃত এই প্রতিষ্ঠানের তরফে সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, প্রতিষ্ঠান থেকে এই বিষয়ে একটি স্বল্পমেয়াদি কোর্স করার সুযোগ পাবেন পড়ুয়ারা। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কোর্সের বিষয়—’সাপ্লাই চেন অ্যান্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট’। এটি এক বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স। ২০২৫-’২৬ শিক্ষাবর্ষের জন্য প্রতিষ্ঠানের তরফে এই কোর্সে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে। বিভিন্ন সংস্থায় কর্মকর্তারা এই কোর্স করে লাভবান হবেন বলে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কোর্সটিতে থাকবে মোট দু’টি সিমেস্টার। এর পরে কোর্স সম্পর্কিত কোনও বিষয় নিয়ে দু’মাসের ‘প্রজেক্ট ওয়ার্ক’ থাকবে। কোর্সের প্রথম এবং দ্বিতীয় সিমেস্টার চলবে যথাক্রমে আগামী ফেব্রুয়ারি থেকে জুন মাস এবং জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত। ‘প্রজেক্ট ওয়ার্ক’-এর সময়সীমা নভেম্বর থেকে পরের বছর জানুয়ারি মাস পর্যন্ত। প্রথম এবং দ্বিতীয় সিমেস্টারের কোর্স ফি যথাক্রমে ৬০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকা।

Advertisement

কোর্সটি পড়াবেন আইআইএসডব্লিউবিএম-এর নিজস্ব এবং অন্যান্য প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি বা শিক্ষকরা। এ ছাড়াও বিভিন্ন সংস্থায় কর্মরত অভিজ্ঞ পেশাদাররা ক্লাস নেবেন। ক্লাস হবে শনিবার দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত।

বিজ্ঞান, আর্টস, কমার্স, ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ক্ষেত্রের স্নাতক উত্তীর্ণরা কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন কর্মরতরা।

কোর্সে ভর্তির ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।

আগ্রহীদের এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। এ ছাড়া অফলাইনেও আবেদন জানানো যাবে। আগামী ১৫ জানুয়ারি আবেদনের শেষ দিন। এই বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement