ICAI CA May 2024 exams postponed

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির পরীক্ষাসূচিতে পরিবর্তন, বিজ্ঞপ্তি প্রকাশ করল আইসিএআই

দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)-এর তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে সবিস্তার তথ্য পেশ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৩:১০
Share:

প্রতীকী চিত্র।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির ফাউন্ডেশন কোর্সের পরীক্ষার দিনক্ষণে পরিবর্তন করা হল। ১৬ মার্চ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই এই পরীক্ষার সূচিতে বদল করা হয়েছে। এই মর্মে দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই)-এর তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের মে এবং জুন মাসে ফাউন্ডেশন কোর্সের পরীক্ষাগুলি নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে, লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ায় এই সূচি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৩ থেকে ৭ মে, ৯ থেকে ১৩ মে-এর মধ্যে ফাউন্ডেশন কোর্সের ইন্টারমিডিয়েট গ্রুপের পরীক্ষাগুলি শেষ হয়ে যেত। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির ফাইনাল এগজ়াম নেওয়া হত ২ থেকে ৬ মে এবং ৮ থেকে ১২ মে-এর মধ্য়ে। কিন্তু সাত দফার নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। গণনা সম্পূর্ণ হবে ৪ জুন।

তাই নতুন করে পরীক্ষাসূচি তৈরি করা হবে, এমনটাই আইসিএআই-এর তরফে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৯ মার্চ নতুন করে পরীক্ষার সূচি সম্পর্কিত তথ্য প্রকাশ করা হবে। তাই সমস্ত পরীক্ষার্থীদের ওই দিন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যানাউন্সমেন্ট বিভাগে নজর রাখতে হবে।

Advertisement

প্রসঙ্গত,ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া-র সদস্য পদ পাওয়ার সুযোগ মেলে। তার পরেই সংশ্লিষ্ট ব্যক্তি সিএ হিসাবে নিজের কর্মজীবন শুরু করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement