IBPS

আইবিপিএস আরআরবি পিও পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ

বুধবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন(আইবিপিএস)২০২২-এর রিজিওনাল রুরাল ব্যাঙ্কের (আরআরবি) পিও পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে।

Advertisement

সংবাদসংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৮
Share:

আইবিপিএস আরআরবি পিও পদের ফল প্রকাশ সংগৃহীত ছবি

বুধবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন(আইবিপিএস)২০২২-এর রিজিওনাল রুরাল ব্যাঙ্কের (আরআরবি) পিও পদের জন্য প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। যে সমস্ত পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট- https://ibps.in/ -এ গিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারেন এবং প্রয়োজনে ডাউনলোডও করে নিতে পারেন।পরীক্ষার্থীরা https://ibpsonline.ibps.in -এই লিঙ্কে গিয়ে তাঁদের রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং জন্মতারিখ/পাসওয়ার্ড দিয়ে রেজাল্ট দেখতে পারেন।আইবিপিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীরা আর কিছু দিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে মার্কশিটগুলিও দেখতে পাবেন। সেই জন্য পরীক্ষার্থীদের মাঝেমধ্যেই অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে হবে।পিও-র প্রিলিমিনারি পরীক্ষাটি গত ২০ ও ২১ অগস্ট আয়োজিত হয়েছিল। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে তবেই পরীক্ষার্থীরা মূল পরীক্ষায় বসতে পারেন।

Advertisement

এ বার জেনে নেওয়া যাক, পরীক্ষার্থীরা কী ভাবে আইবিপিএস পিও প্রিলিমিনারিপরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন:১. প্রথমেই পরীক্ষার্থীদের আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট - https://ibps.in/- এ যেতে হবে।

২. এর পর হোমপেজে 'আইবিপিএস আরআরবি প্রিলিমিস রেজাল্ট'- লিঙ্কটিতে ক্লিক করতে হবে।

Advertisement

৩. এ বার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে পরীক্ষার্থীদের নিজেদের রেজিস্ট্রেশন নম্বর আর জন্মসাল ও তারিখ বসিয়ে 'সাবমিট' -এ ক্লিক করতে হবে।

৪.এর পর স্ক্রিনে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখতে পাবেন এবং দরকারে প্রিন্ট আউটও করে নিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement