IBPS

আইবিপিএস আরআরবি পরীক্ষার অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ফল ঘোষণা; কী ভাবে দেখবেন রেজাল্ট?

মঙ্গলবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন(আইবিপিএস) রিজিওনাল রুরাল ব্যাঙ্ক(আরআরবি)-এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রিলিমিস পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ১২:১১
Share:

আইবিপিএস আরআরবি পরীক্ষার ফল সংগৃহীত ছবি

মঙ্গলবার ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন(আইবিপিএস) রিজিওনাল রুরাল ব্যাঙ্ক(আরআরবি)-এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রিলিমিস পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা মার্কশিটটি আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট-ibps.in-এ গিয়ে দেখতে পারবেন।

Advertisement

রিজিওনাল রুরাল ব্যাঙ্ক(আরআরবি)-এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের প্রিলিমিস পরীক্ষার মার্কশিটটি দেখার জন্য পরীক্ষার্থীদের -

১. প্রথমেই আইবিপিএস-এর অফিসিয়াল ওয়েবসাইট-ibps.in-এ যেতে হবে।

Advertisement

২. এর পর হোমপেজের বাঁ দিকে 'সিআরপি আরআরবি' লিঙ্কে ক্লিক করতে হবে।

৩. লিঙ্কটি অন্য একটি উইন্ডোতে খুললে 'কমন রিক্রুটমেনট ফেস : রিজিওনাল রুরাল ব্যাঙ্ক ফেস ১১'-এ লিঙ্কে ক্লিক করতে হবে।

৪. এখানে 'স্কোরস অব অনলাইন প্রিলিমিনারি এক্সাম ফর সিআরপি আরআরবি ১১ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ' লিঙ্কে ক্লিক করতে হবে।

৫. এর পর নিজের লগ-ইন ডিটেলস দিয়ে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন।৬. এর পর রেজাল্টটি পিডিএফ ফরম্যাটে নিয়ে পরীক্ষার্থীরা ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতের সুবিধার্থে।

যে সমস্ত পরীক্ষার্থী প্রিলিমিস পরীক্ষায় পাশ করবেন, তাঁরা আইবিপিএস আরআরবি-তে নিয়োগের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হন। আইবিপিএস আরআরবি-র মূল পরীক্ষাটি আগামী ২৪ সেপ্টেম্বর হবে। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড গত ১২ সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু হয়ে গেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement