আইএসিএস। সংগৃহীত ছবি।
বিজ্ঞান পড়ুয়াদের জন্য গবেষণাধর্মী কাজের সুযোগ যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ। এই মর্মে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে,প্রতিষ্ঠানে কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্ট প্রকল্পে কাজের সুযোগ মিলবে। এর জন্য অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের স্কুল অফ কেমিক্যাল সায়েন্সেসে ওই গবেষণা প্রকল্পের কাজ হবে। এতে অর্থ সহায়তা দেবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগের অধীনস্থ সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)।
প্রকল্পে নিয়োগ হবে সিনিয়র রিসার্চ ফেলো পদে। শূন্যপদ একটি। প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ১০ মাস। এর পরে তাঁর কাজের উপরে নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্ত ব্যক্তির ফেলোশিপ হবে সার্ব-এর নির্ধারিত নিয়ম অনুযায়ী।
আবেদনকারীদের রসায়ন/ মেটিরিয়াল সায়েন্স বা সমতুল বিষয়ে এমএসসি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পরে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে ৩০ জানুয়ারি দুপুর ১২টা থেকে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।