NEET UG 2025

একদিনে একটিই পর্বে হবে নিট ইউজি, পরীক্ষা নেওয়া হবে অফলাইনে, ঘোষণা এনটিএ-র

বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্যেও নিট ইউজিতে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
Share:

প্রতীকী চিত্র।

মেডিক্যালের স্নাতক পাঠক্রমে ভর্তির যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট (নিট ইউজি)। চলতি বছরে নিট ইউজি-র আয়োজন করা হবে এক দিনে একটি-ই মাত্র শিফট বা পর্বে। অফলাইনে ‘পেন অ্যান্ড পেপার’ অর্থাৎ লিখিত ভাবেই দেশ জুড়ে পরীক্ষার আয়োজন করা হবে। বুধবার এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় মেডিক্যাল কমিশন (এনএমসি)-র সিদ্ধান্ত মেনে আগের মতোই চলতি বছরে অফলাইনে ‘ওএমআর’ বা অপটিক্যাল মার্ক রিকগনিশন শিটের মাধ্যমে দেশে নিট ইউজি-র আয়োজন করা হবে। একদিন-ই একটি অর্ধে পরীক্ষা নেওয়া হবে।

প্রচলিত বিষয়গুলি ছাড়াও ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস), ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অফ সিদ্ধ মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএসএমএস), ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমস)-তে ভর্তির যোগ্যতা নির্ণয় করা হবে নিট ইউজি-র মাধ্যমে। এ ছাড়া, বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্যেও নিট ইউজিতে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, গত বছর নিট-ইউজিতে প্রশ্নফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল দেশ জুড়ে। তার পরই পরীক্ষা পদ্ধতিতে সামান্য বদল আনল এনটিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement