Kalyani University Admission 2023

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার সুযোগ

প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনে যে সমস্ত পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাঁদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকস্তরে বিজ্ঞান শাখায় ভর্তির পোর্টাল চালু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৪:০০
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকস্তরে পড়াশোনার সুযোগ। রাজ্যের উচ্চশিক্ষা বিভাগের নির্দেশিকা মেনেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশনে উত্তীর্ণ প্রার্থীদের এই বিষয়টি পড়ার সুযোগ দেওয়া হবে। সম্প্রতি এই মর্মে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, জয়েন্টে উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক)-র প্রথম সেমেস্টারে ভর্তি নেওয়া হবে। ডিসেন্ট্রালাইজ়ড কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। মোট আটটি আসনে পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। তবে আবেদনের নিরিখে আসন সংখ্যা পরিবর্তিতও হতে পারে।

জয়েন্টে র়্যাঙ্কের ভিত্তিতে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁদের দশম শ্রেণির বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড, জয়েন্টের র়্যাঙ্ক কার্ড, দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষার মার্কশিট-সহ অন্যান্য নথিও অনলাইনেই আপলোড করতে হবে।

Advertisement

নাম নথিভুক্ত করার ক্ষেত্রে কোনও তথ্য অসম্পূর্ণ থাকলে আবেদন বাতিল করে দেওয়া হবে। ৪ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। ৫ অক্টোবর মেধাতালিকা প্রকাশিত হবে। ৯ অক্টোবর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কাউন্সেলিংয়ের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। ওই দিন বেলা ১২টার আগে মেধাতালিকাভুক্ত প্রার্থীদের উপস্থিত থাকতে হবে। আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement