প্রতীকী ছবি।
দেশজুড়ে সমাজ বিজ্ঞান বিষয়টি নিয়ে পড়াশোনার মানোন্নয়নের উদ্দেশ্যে কেন্দ্রের বিশেষ উদ্যোগ। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এর পক্ষ থেকে উল্লিখিত বিষয়ে একটি সার্টিফিকেশন কোর্স করানো হবে। কোর্সের নাম ‘ডেভেলপিং অফ সোশ্যাল সায়েন্স টেক্সটবুকস অ্যান্ড আদার কারিকুলার মেটেরিয়ালস’। এই কোর্স সম্পর্কে শিক্ষকমহলের জন্য বিস্তারিত তথ্য রইল।
কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে?
সমাজ বিজ্ঞানের পাঠ্যক্রম উন্নয়নের লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাবিদদের সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার প্রশিক্ষণ দেওয়া হবে। একই সঙ্গে রাজ্যস্তরে পাঠ্যক্রমে আরও বিভিন্ন বিষয় যোগ করার উপর জোর দেওয়া হবে।
কী ভাবে পড়ানো হবে?
২০২৩ এবং ২০২৪ সালে মোট তিন বার ক্লাস করানো হবে। ছয় মাস অন্তর অন্তর ক্লাসগুলি করানো হবে। প্রথম ক্লাসটি অনলাইনে শুরু হবে অগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে, তার পর অক্টোবর অথবা নভেম্বর মাসে অফলাইনে ক্লাস শুরু হবে এবং ২০২৪ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হবে।
কী ভাবে নাম নথিভুক্ত করতে হবে?
১. এনসিইআরটি-এর পোর্টালে গিয়ে কোর্স ব্রোচার লিঙ্কে যেতে হবে।
২. বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে প্রবেশ করে ক্লাসের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
৩. বাছাই করা প্রার্থীদের ক্লাস সংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
অন্যান্য শর্তাবলি:
১. এই কোর্সটি দেশের যে কোনও প্রান্তের সমাজ বিজ্ঞানের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবিদরা করতে পারবেন।
২. তাঁদের অন্তত দুই বছর ওই পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
৩. এছাড়া উল্লিখিত বিষয়ে যে সমস্ত শিক্ষাবিদ এবং শিক্ষক-শিক্ষিকারা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ে পাঁচ বছর ধরে কাজ করছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
এই কোর্সে নাম নথিভুক্তকরণের আবেদন ৪ অগস্ট পর্যন্ত গৃহীত হবে। অন্যান্য তথ্যের জন্য প্রার্থীদের এনসিইআরটি-এর ওয়েবসাইট দেখে নিতে হবে।