ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুণে। ছবি: সংগৃহীত
চলচ্চিত্রের কাহিনী মাথায় রয়েছে, কিন্তু চিত্রনাট্য লেখার অ আ ক খ জানা নেই? এমন আগ্রহী ব্যক্তিদের কাজ শেখার সুযোগ দিচ্ছে পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া।প্রতিষ্ঠানের সেন্টার ফর ওপেন লার্নিং এবং বিজয় তেন্ডুলকর রাইটার্স অ্যাকাডেমির যৌথ উদ্যোগে একটি বিশেষ কোর্স করানো হবে। বিশিষ্ট পেশাদারদের উপস্থিতিতে ২০ দিনের ওই অনলাইন কোর্সের মাধ্যমে চিত্রনাট্য লেখার মূল বিষয়গুলি শেখানো হবে।
কারা আবেদন করতে পারবেন?
দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়া থেকে শুরু পেশাদার ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। শর্তসাপেক্ষে দশম উত্তীর্ণরাও অনলাইন ক্লাসে করার সুযোগ পাবে। এ ছাড়াও চলচ্চিত্র নিয়ে আগ্রহী শিক্ষক-শিক্ষিকা, গবেষকরাও এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
কী ভাবে শেখানো হবে?
অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পড়ুয়াদের চিত্রনাট্য লেখার খুঁটিনাটি বিষয় শেখানো হবে।
কোর্স সম্পর্কিত তথ্য:
আগ্রহীদের কাছে ক্লাস করার জন্য ওয়েবক্যাম-সহ ডেস্কটপ/ ল্যাপটপ/ স্মার্টফোন থাকা প্রয়োজন। কোর্স শেষে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের তরফে শংসাপত্র পাবেন। ওই শংসাপত্র অনলাইনে ইমেল মারফত পাঠিয়ে দেওয়া হবে।
এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করা হবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ক্লাস এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও জানতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুণের ওয়েবসাইট দেখে নিতে হবে।