Madhyamik 2025 Geography Suggestion

মাধ্যমিকের ভূগোলে ম্যাপ পয়েন্টিং থেকে ছবি আঁকা, সব নিয়ে জরুরি পরামর্শ শিক্ষিকার

পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা ১৫ মিনিট। তাই, প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই প্রথমে ভাল করে সমস্ত প্রশ্ন পড়ে দেখতে হবে।

Advertisement

সুনীপা সরকার

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৭:৫২
Share:

প্রতীকী চিত্র।

মাধ্যমিকের ভূগোল পরীক্ষা ১৮ই ফেব্রুয়ারি। জীবনের প্রথম বড় পরীক্ষার জন্য প্রস্তুতি চলছে জোরকদমে।হাতে রয়েছে প্রায় এক মাস। তাই টেনশনও বাড়ছে। কিন্তু তার মধ্যে মাথা ঠাণ্ডা রেখে কী ভাবে প্রস্তুত হলে পরীক্ষায় ভালো ফল করা যায়, তার জন্য রইল কিছু পরামর্শ।

Advertisement

মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্নের ধরন: প্রতিবারের মতো এবারও অবজেক্টিভ প্রশ্নের উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বিভাগ ‘ক’-তে থাকবে ১৪ টি এমসিকিউধর্মী প্রশ্ন। বিভাগ ‘খ’-তে সত্য-মিথ্যা, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দে লেখা এবং স্তম্ভ মেলানো— সব মিলিয়ে ২২ টি প্রশ্ন থাকবে। এর পর বিভাগ ‘গ’-তে ২ নম্বরের ছ'টি প্রশ্ন এবং বিভাগ ‘ঘ’-তে ৩ নম্বরের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেক্ষেত্রে সংজ্ঞা,পার্থক্য, বৈশিষ্ট্য, কারণ ইত্যাদি ব্যাখ্যা করতে হবে। বিভাগে ‘ঙ’-তে চারটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর করতে হবে,যেখানে দু’টি প্রশ্ন আসবে প্রাকৃতিক ভূগোল থেকে এবং দু’টি আঞ্চলিক ভূগোল থেকে। সবশেষে, বিভাগ ‘চ’-তে থাকবে ভারতের মানচিত্রে নির্দিষ্ট প্রতীক চিহ্ন ব্যবহার করে চিহ্নিতকরণ বা ম্যাপ পয়েন্টিং।

সময় মেপে পরীক্ষা: পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা ১৫ মিনিট। তাই, প্রশ্নপত্র হাতে পাওয়া মাত্রই প্রথমে ভাল করে সমস্ত প্রশ্ন পড়ে দেখতে হবে। যে সমস্ত প্রশ্নের উত্তর ভাল করে জানা এবং যে প্রশ্নের উত্তর দিলে বেশি নম্বর ওঠার সুযোগ রয়েছে, সেগুলির উত্তর করার দিকে নজর দিতে হবে। সমস্ত অবজেক্টিভ প্রশ্নের জন্য ৪৫ মিনিট, ম্যাপ পয়েন্টিংয়ের জন্য ১৫ মিনিট, ২ ও ৩ নম্বরের প্রশ্নের জন্য ৪৫ মিনিট এবং চারটি বড় প্রশ্নের জন্য মোট ১ ঘন্টা সময় বরাদ্দ করলে ভাল হয়। সব শেষে ১৫ মিনিট সময় হাতে রাখতে হবে উত্তরপত্র রিভিশন বা আর এক বার চোখ বুলিয়ে নেওয়ার জন্য।

Advertisement

কী ভাবে প্রস্তুতি নিতে হবে: অবজেক্টিভ প্রশ্নের জন্য যথাসম্ভব প্র্যাকটিস বা অনুশীলন প্রয়োজন। বিগত ১০ বছরের প্রশ্ন এবং তার সঙ্গে পর্ষদ প্রকাশিত টেস্ট পেপার ভাল করে প্র্যাকটিস করা প্রয়োজন। ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর পয়েন্ট করে লিখতে হবে এবং উপযুক্ত স্থানে ডায়াগ্রাম বা ছবি আঁকা জরুরি। ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে উপযুক্ত প্রতীকচিহ্নের মাধ্যমে পরিষ্কার ভাবে জায়গাগুলি দেখাতে হবে।

বিশেষ মনোযোগ: বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে নদী ও হিমবাহের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে গঠিত তিনটি করে ভূমিরূপ ,বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, উষ্ণতার তারতম্যের কারণ, বায়ু চাপ বলয় গড়ে ওঠার কারণ এবং নিয়ত বায়ু প্রবাহের সাথে সম্পর্ক, বিভিন্ন ধরনের বৃষ্টিপাত, সমুদ্রস্রোত ও জোয়ার ভাটার সৃষ্টির কারণ, জোয়ার ভাটা কিভাবে সংঘটিত হয়, বিভিন্ন প্রকার জোয়ার ভাটা এবং তাদের সময়ের পার্থক্য, ভারতে উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের সমভূমি, পশ্চিম উপকূল পূর্ব উপকূলের পার্থক্য, উত্তর ও দক্ষিণ ভারতের নদ-নদীর তুলনামূলক আলোচনা, গঙ্গা নদীর গতিপথ, ভারতের জলবায়ুর বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রক, ঋতু বৈচিত্র, ভারতের প্রধান তিনটি মাটির অবস্থান বৈশিষ্ট্য উৎপাদিত ফসল, ধান, গম, মিলেট, চা, কফি, কার্পাস চাষের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ, পূর্ব-মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভারতে অসম জনবন্টনের কারণ, পৌরায়ণের সমস্যা ইত্যাদি এবারের পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ।

সময় মেপে, পরিচ্ছন্ন ও যথাযথভাবে প্রতিটি প্রশ্নের উত্তর পয়েন্ট করে গুছিয়ে লিখলে এবং যেখানে ডায়াগ্রাম বা ছবি আঁকা জরুরি, সেগুলি আঁকলে অবশ্যই পরীক্ষায় ভাল নম্বর পাওয়া সম্ভব।

(লেখিকা যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement