দামোদর ভ্যালি কর্পোরেশন। সংগৃহীত ছবি।
কর্মী নিয়োগ করা হবে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-এ। এই মর্মে কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, সংস্থায় ইউজিসি নেট-এ উত্তীর্ণেরা কাজের সুযোগ পাবেন। নিয়োগ হবে তিনটি পদমর্যাদায়। এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে এগজ়িকিউটিভ ট্রেনি (এইচআর), এগজ়িকিউটিভ ট্রেনি (সিএসআর) এবং এগজ়িকিউটিভ ট্রেনি (পিআর) পদে। মোট শূন্যপদের সংখ্যা ১৮। নিযুক্তদের প্রথমে এক বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। ‘প্রবেশন’ যথাযথ ভাবে শেষ করতে পারলে তাঁদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হবে।
বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৯ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা।
সমস্ত পদে আবেদনকারীদের ২০২৪ সালের জুন পর্বের ইউজিসি নেট-এ ন্যূনতম ৪০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পদের উপর নির্ভর করে যে সমস্ত বিষয়ে ইউজিসি নেট-এ নির্ধারিত নম্বর থাকতে হবে, সেগুলি হল— লেবার ওয়েলফেয়ার, পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক এবং মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজ়ম। এ ছাড়া, প্রতি পদের জন্য শিক্ষাগত যোগ্যতার অন্যান্য মাপকাঠিও মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ৩০ টাকা জমা দিতে হবে। আগামী ৯ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর বিভিন্ন পদের জন্য ইউজিসি নেট-এ প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং নথি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।