UGC

দূরশিক্ষণ ও অনলাইনে প্রাপ্ত ডিগ্রি নিয়মিত কোর্সে প্রাপ্ত ডিগ্রির সমতুল্য বলে বিবেচনা করা হবে: ইউজিসি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দূরশিক্ষণ এবং অনলাইন শিক্ষার মাধ্যমে প্রাপ্ত ডিগ্রিগুলিকে সাধারণ নিয়মিত কোর্সে প্রাপ্ত ডিগ্রির সমতুল্য বলে বিবেচনা করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২২ ১১:৫৯
Share:

দূরশিক্ষণ ও অনলাইনে প্রাপ্ত ডিগ্রি সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জানিয়েছে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দূরশিক্ষণ এবং অনলাইন শিক্ষার মাধ্যমে প্রাপ্ত ডিগ্রিগুলিকে সাধারণ নিয়মিত কোর্সে প্রাপ্ত ডিগ্রির সমতুল্য বলে বিবেচনা করা হবে।

Advertisement

ইউজিসি (UGC) সচিব রজনীশ জৈন বলেছেন, ‘‘UGC ২০১৪-র ডিগ্রির বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রিগুলি, প্রচলিত মাধ্যমে প্রাপ্ত স্নাতকোত্তর ডিপ্লোমাস্তরের ডিগ্রি এবং উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলির থেকে উন্মুক্ত এবং দূরশিক্ষণ বা অনলাইন মাধ্যমে প্রদত্ত স্নাতকোত্তর ডিপ্লোমাগুলির সমতুল হিসাবে গণ্য করা হবে৷’’

UGC-র ওপেন অ্যান্ড ডিসট্যান্স লার্নিং প্রোগ্রাম এবং অনলাইন প্রোগ্রাম রেগুলেশনের ২২ নম্বর ধারা অনুযায়ী, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement