প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্ট্যাবলিশমেন্ট, চাঁদিপুর, বালাসোর, ওড়িশা। ছবি: সংগৃহীত
ওড়িশায় গবেষক হিসেবে মিলবে কাজের সুযোগ। তাও আবার অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। জুনিয়র রিসার্চ ফেলো পদে কেন্দ্রীয় সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র প্রুফ অ্যান্ড এক্সিপেরিমেন্টাল এস্ট্যাবলিশমেন্ট (পিএ্কসই) সংস্থায় করা হবে নিয়োগ। মোট দুইটি পদে নিয়োগ করা হবে প্রার্থীদের।
কারা সুযোগ পাবেন আবেদন করার?
ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শর্তাবলী:
১. প্রার্থীদের গেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২. প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার।
৩. অনলাইনে ইমেলের মাধ্যমে প্রার্থীদের আবেদন গৃহীত হবে।
৪. নাম নথিভুক্ত করার সময় প্রার্থীদের ইমেল আইডি এবং ফোন নম্বর দেওয়াআবশ্যিক।
কী ভাবে হবে নিয়োগ?
২৮ জুন, ২০২৩ সকাল ৯টা নাগাদ প্রার্থীদের অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে।
কোন প্রতিষ্ঠানে মিলবে কাজের সুযোগ?
ওড়িশার বালাসোরের চাঁদিপুরে অবস্থিত প্রুফ অ্যান্ড এক্সিপেরিমেন্টাল এস্ট্যাবলিশমেন্ট (পিএ্কসই) সংস্থায় জুনিয়র রিসার্চ ফেলো পদে মিলবে কাজের সুযোগ।
কত বছরের জন্য করা হবে নিয়োগ?
নিয়ম অনুযায়ী, ২ বছরের জন্য জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজের সুযোগ থাকছে। পরবর্তীকালে সিনিয়র রিসার্চ ফেলো পদেও গবেষনা করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা।
আবেদনের শেষ তারিখ:
জুনিয়র রিসার্চ ফেলো পদে ২১ জুন, ২০২৩ পর্যন্ত মেলের মাধ্যমে প্রার্থীদের আবেদন গৃহীত হবে।
নিয়োগ এবং পদ সম্পর্কিত আরও তথ্য জেনে নেওয়ার জন্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)-র ওয়েবসাইট দেখে নিতে পারেন আগ্রহীরা।