Video Anchor Recruitment in MeitY 2023

উপস্থাপক হওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কী ভাবে আবেদন করবেন? রইল বিস্তারিত

সাংবাদিকতা, গণজ্ঞাপন বা সমতুল্য কোনও বিষয়ে স্নাতকত্তীর্ণ হতে হবে আবেদনকারীদের। পাশাপাশি, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে থাকতে হবে জ্ঞান।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ জুন ২০২৩ ১৬:১৪
Share:

প্রতীকী ছবি।

সংবাদমাধ্যমে উপস্থাপক হতে চান? সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এই মর্মে প্রকাশিত হয়েছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। মন্ত্রকের ‘মাইগভ’ নামক সংস্থায় প্রয়োজন উপস্থাপক। শূন্যপদ ১টি।

Advertisement

প্রসঙ্গত, ‘মাইগভ’ কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অধীনে কর্মরত একটি স্বাধীন সংস্থা, যারা কেন্দ্রের সঙ্গে সাধারণ মানুষের সংযোগস্থাপন করে থাকে। কেন্দ্রের তরফে জনস্বার্থে যে সমস্ত প্রকল্পের সূচনা হয়ে থাকে, সেই সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য দিয়ে থাকে এই সংস্থা।

কারা আবেদন করতে পারবেন?

Advertisement

‘মাইগভ’-এর সংবাদ মাধ্যমের জন্য প্রয়োজন উপস্থাপক। তাই আবেদনকারীদের থাকতে হবে সাংবাদিকতা, গণজ্ঞাপন বা সমতুল্য কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি।

দক্ষতা:

১. স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে থাকতে হবে জ্ঞান।

২. সরাসরি সম্প্রচার মাধ্যম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

৩. সহজ ভাষায় কথা বলার সাবলীলতা থাকা দরকার।

৪. ডিজিটাল মাধ্যমে সংবাদ সম্পাদনা সম্পর্কে ধারনা থাকা প্রয়োজন।

৫. সোশ্যাল মিডিয়া ব্যবহারে সাবলীল হওয়া দরকার।

পূর্ব অভিজ্ঞতা:

এই পদে আবেদনকারীদের পূর্বে ন্যূনতম ৩ বছরের সংবাদ মাধ্যমে পেশাদার উপস্থাপক হওয়ার অভিজ্ঞতা থাকার প্রয়োজন রয়েছে।

উপস্থাপক পদে আবেদন করতে অনলাইনে নথি পেশ করতে হবে। আবেদন পাঠানোর শেষ দিন ৩১ জুলাই, ২০২৩। এই পদে নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য এবং শর্তাবলি জেনে নিতে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের ওয়েবসাইট দেখে নিতে পারেন আবেদনকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement