CBI

সিবিআই-তে কাজের সুযোগ, কারা আবেদন করতে পারবেন?

নিয়োগের পর প্রতি মাসে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৩ ১৭:২২
Share:

সিবিআই-তে কাজের সুযোগ। ছবি: সংগৃহীত।

ভারত সরকার অধীনস্থ, সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে (সিবিআই) কর্মী নেওয়া হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

অবসরপ্রাপ্ত প্রার্থীদের জন্য এই সুযোগ। চুক্তির ভিত্তিতে কনসাল্ট্যান্ট/ অ্যাডভাইজ়র পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজের মেয়াদ ১ বছর। নিয়োগের পর প্রতি মাসে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। যে সমস্ত ব্যক্তি জাতীয় ব্যাঙ্কে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে কাজ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রথমে সিবিআই-এর ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘ভ্যাকেন্সি’-তে। এর পরেই প্রার্থীরা সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাবেন। সেখান থেকেই আবেদনপত্র ডাউনলোড করা প্রয়োজন। এর পর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করা দরকার। শেষে প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২৩ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement