BECIL

ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ?

ড্রাইভার পাবেন ২৩ হাজার ১০০টাকা। ডেটা এন্ট্রি অপারেটরকে দেওয়া হবে ২৪ হাজার ৮০০টাকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ১৫:৫৯
Share:

চাকরির সুযোগ। ছবি: সংগৃহীত।

ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (বিইসিআইএল) কর্মী নেওয়া হবে। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

কল্যানী-এমস (অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স)-এর জন্য একাধিক পদে নেওয়া হবে কর্মী।

ডায়ালিসিস টেকনিশিয়ান, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ড্রাইভার, ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৯টি। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। প্রতিটি পদের প্রয়োজনীয় শিক্ষাগত এবং বাকি যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

Advertisement

ডায়ালিসিস এবং ক্যাথ ল্যাব টেকনিশিয়ান পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ২৬,১০০ টাকা। ড্রাইভার পাবেন ২৩ হাজার ১০০টাকা। ডেটা এন্ট্রি অপারেটরকে দেওয়া হবে ২৪ হাজার ৮০০টাকা।

আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে আবেদনের জন্য প্রথমে বিইসিআইএল-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে প্রয়োজনীয় ধাপ অনুযায়ী অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনের জন্য বরাদ্দ টাকাও জমা দেওয়া প্রয়োজন। ২২ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বিইসিআইএল-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement