CTET December 2024

ডিসেম্বরের কেন্দ্রীয় টেটের দিন ঘোষণা করল সিবিএসই, শুরু আবেদন প্রক্রিয়া

দেশের ১৩৬টি শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করবে সিবিএসই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২০
Share:

প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট)। যা আয়োজনের দায়িত্বে থাকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। এ বার এই পরীক্ষার ডিসেম্বর পর্বের জন্য দিনক্ষণ ঘোষণা করা হল বিজ্ঞপ্তির মাধ্যমে। একই সঙ্গে পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু করা হয়েছে। আগ্রহীরা পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়েই নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।

Advertisement

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর সিটেট পরীক্ষা নেওয়া হবে। দেশের ১৩৬টি শহরের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করবে সিবিএসই। ওই দিন পরীক্ষা নেওয়া হবে দু’টি অর্ধে। প্রথমার্ধের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। এর পর দ্বিতীয়ার্ধের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত।

পরীক্ষা নেওয়া হবে দু’টি পেপারের উপর। প্রশ্নপত্র হবে এমসিকিউধর্মী। যাঁরা স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়াতে চান, তাঁরা প্রথম পত্রের পরীক্ষা দিতে পারবেন। আবার, যাঁরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতা করতে চান, তাঁরা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে পারবেন। অন্য দিকে, যাঁরা স্কুলের প্রথম থেকে অষ্টম শ্রেণির মধ্যে যে কোনও শ্রেণিতে পড়াতে ইচ্ছুক, তাঁরা দু'টি পত্রের পরীক্ষাই দিতে পারবেন।

Advertisement

এর জন্য পরীক্ষার্থীদের সিটেট-এর ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। শুধুমাত্র প্রথম বা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ১০০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৫০০ টাকা জমা দিতে হবে। অন্য দিকে, দু’টি পত্রের পরীক্ষা একত্রে দিতে চাইলে অসংরক্ষিত এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১২০০ টাকা এবং ৬০০ টাকা জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে মঙ্গলবার থেকে। আবেদনের শেষ দিন আগামী ১৬ অক্টোবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement