Online Free courses for CBSE Teachers

শিক্ষক-শিক্ষিকাদের জন্য ভার্চুয়াল রিয়্যালিটি এবং ডিজিটাল সিটিজেনশিপের বিশেষ প্রশিক্ষণ

পড়ুয়াদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে পড়াশোনার শেখানোর স্বার্থে শিক্ষক, শিক্ষিকাদের জন্য এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১৩:৫৯
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-এর তরফে সদ্যই ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে অগমেন্টেড রিয়্যালিটি - ভার্চুয়াল রিয়্যালিটি এবং ডিজিটাল সিটিজ়েনশিপ বিষয়ে স্কিল মডিউল চালু করা হয়েছে। প্রযুক্তির আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে দায়িত্ববান ডিজিটাল নাগরিক হিসাবে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার উদ্দেশ্যেই এই দু’টি বিষয় শেখানো হবে। তাঁদের সাইবার বুলিং, সাইবার সিকিউরিটি, ডিজিটাল এটিকোয়েট, ইনফরমেশন লিটারেসির মতো বিষয়ে সচেতন করার পাশাপাশি, ইন্টারনেটকে কী ভাবে ভালো কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

Advertisement

শিক্ষার্থীদের যাতে সহজে এবং সাবলীল ভাবে এই সমস্ত বিষয়ে পাঠদান করা যায়, সেই উদ্দেশ্যে শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সিবিএসই-র ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামস (সিবিপিএস)-এর মাধ্যমে প্রতি মাসে দু’ঘন্টার জন্য অনলাইনে ক্লাসের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের উল্লিখিত বিষয় সম্পর্কে শিক্ষকতার প্রশিক্ষণ দেওয়া হবে। শুধুমাত্র সিবিএসই বোর্ডের অধীনস্থ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাই বিনামূল্যে এই প্রশিক্ষণের সুযোগ পাবেন।

কী ভাবে অংশগ্রহণ করা যাবে?

Advertisement

সিবিএসই-র ওয়েবসাইটে এই সম্পর্কিত বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের নাম নথিভুক্ত করতে হবে।

কোন কোন দিন প্রশিক্ষণ দেওয়া হবে?

অগমেন্টেড রিয়্যালিটি, ভার্চুয়াল রিয়্যালিটি বিষয়ে ২১ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর বেলা ১১ টা থেকে বেলা একটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হবে। ১৭ অগস্ট, ২২ সেপ্টেম্বর এবং ১১ অক্টোবর ডিজিটাল সিটিজ়েনশিপের প্রশিক্ষণ দেওয়া হবে।

নাম নথিভুক্তকরণের শর্তাবলি:

  • শিক্ষক-শিক্ষিকাদের অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে।
  • নির্দিষ্ট দিনের মধ্যে নাম নথিভুক্ত না করতে পারলে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে না।
  • ল্যাপটপ বা ডেস্কটপ থাকা বাঞ্ছনীয়।
  • মেলের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণ করার লিঙ্ক পাঠানো হবে।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে সিবিএসই-র ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement