প্রতীকী চিত্র।
২০২৫-এর জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন দিতে আগ্রহী? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) কানপুর সংশ্লিষ্ট পরীক্ষা সম্পর্কিত নিয়মাবলিতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহীরা পর পর তিন বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ সর্বোচ্চ তিন বার এই পরীক্ষায় বসা যাবে। তবে, এর আগে ওই পরীক্ষায় সর্বোচ্চ দু’বার বসার নিয়ম চালু ছিল।
শুধুমাত্র পরীক্ষা দেওয়ার সুযোগ বৃদ্ধিই নয়, অন্যান্য বেশ কিছু নিয়মের কথা প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যে সমস্ত প্রার্থীর জন্মতারিখ ১ অক্টোবর, ২০০০ কিংবা তার পরের দিন, শুধুমাত্র তাঁরাই এই পরীক্ষা দিতে পারবেন। একই সঙ্গে, ২০২৩, ২০২৪ এবং ২০২৫-এর দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন, তাঁদের জেইই অ্যাডভান্সড দেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে, ওই পড়ুয়াদের পদার্থবিদ্যা, রসায়ন এবং ম্যাথমেটিক্স কম্পালসরি বিষয় হিসাবে থাকা বাঞ্ছনীয়।
যদিও ২১ সেপ্টেম্বর, ২০২২ কিংবা তার আগে যাঁরা দ্বাদশের পরীক্ষা দিয়েছেন, তাঁরা জেইই অ্যাডভান্সড দিতে পারবেন না। একই সঙ্গে, যে সমস্ত পড়ুয়া ইতিমধ্যে আইআইটি-র কোনও অ্যাকাডেমিক প্রোগ্রামের অধীনে ভর্তি হয়েছেন, তাঁরা সংশ্লিষ্ট পরীক্ষায় বসার অনুমতি পাবেন না।
আইআইটি কানপুরের ওয়েবসাইটে আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কিত সমস্ত শর্তাবলি বিশদে প্রকাশ করা হলেও এখনও পরীক্ষা সূচি সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। যদিও দ্রুত নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে খবর।চলতি বছরের এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ২০২৪-এর পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করা হয়েছিল। পরীক্ষা হয়েছিল ২৬ মে। ফল প্রকাশিত হয়েছে ৯ জুন। সেই পরীক্ষায় রাজ্য থেকে প্রথম ১০০ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগর বিশপ মোরো স্কুলের পড়ুয়া বিবস্বান বিশ্বাস।