ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।
রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ। কল্যাণীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি)-র নিয়োগ-বিজ্ঞপ্তিতে এই বিষয়ে বিশদ বলা হয়েছে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট পদে এক জন ব্যক্তিকেই নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রিয়েল টাইম প্রেডিকশন অফ সিগন্যাল স্ট্রেন্থ অ্যান্ড অ্যাটমোস্ফেরিক লসেস ইউজ়িং মেশিন লার্নিং ফর ৪জি এলটিই অ্যান্ড ৫জি কমিউনিকেশন’ শীর্ষক প্রকল্পে কাজের জন্য উল্লিখিত পদে কাজ করতে হবে। কাজের পাশাপাশি, নিযুক্ত ব্যক্তি ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করার সুযোগও পাবেন। তবে, আবেদনকারীদের মেশিন লার্নিং, ইনফরমেশন টেকনোলজির মতো বিষয়ে জ্ঞান থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে কাজ করতে আগ্রহীদের ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি— এর মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে। তবে, উল্লিখিত শাখার স্নাতকেরাও আবেদন করতে পারবেন।নিযুক্ত ব্যক্তিকে মোট তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। এর জন্য প্রথম দু’বছর ২৫ হাজার টাকা এবং তৃতীয় বছরে ৩৫,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।
আগ্রহীদের আবেদনের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ইমেল আইডি কিংবা প্রতিষ্ঠানের ঠিকানায় জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার নথি পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ৯ নভেম্বর। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও তথ্য জানতে হলে, প্রার্থীদের আইআইআইটি কল্যাণীর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।