Burdwan University Admission

নেট, সেট পরীক্ষার প্রস্তুতির বিশেষ ক্লাস বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, জেনে নিন বিশদ

নেট, সেট-এর মতো সর্বভারতীয় পরীক্ষায় ভাল ফলাফল করার লক্ষ্যেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে এই বিশেষ ক্লাস চালু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৩:২৪
Share:

বর্ধমান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

স্নাতক এবং স্নাতকোত্তরের পড়াশোনার পর শিক্ষকতা কিংবা গবেষণামূলক কাজে নিযুক্তির জন্য সর্বভারতীয় এবং রাজ্য স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে বিশেষ প্রস্তুতির প্রয়োজন। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এবং স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) যার মধ্যে অন্যতম দু’টি পরীক্ষা। এই পরীক্ষাগুলির প্রস্তুতির জন্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দু’মাসের প্রোগ্রামের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের ক্লাস করানো হবে। সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট/ সেট স্টাডিজ়ের উদ্যোগে এই বিশেষ প্রস্তুতির ক্লাস করানো হবে। দু’মাসের এই বিশেষ ক্লাসে ভর্তির জন্য প্রার্থীদের স্নাতকোত্তর পর্বে ৫৫ শতাংশ বা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। তবেই তাঁরা এই ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষাবর্ষের দ্বিতীয় এবং চতুর্থ সেমেস্টারের শিক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা ক্লাস করার সুযোগ পাবেন।

৪ অক্টোবর থেকে নেট এবং সেট পরীক্ষার প্রস্তুতির ক্লাস শুরু হবে। পূর্বে যে পড়ুয়ারা এই ক্লাসের জন্য নাম নথিভুক্ত করেছিলেন, তাঁদের নতুন করে নাম নথিভুক্ত করতে হবে না। ক্লাসে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রসেসিং ফি দিতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত, সংখ্যালঘু এবং দারিদ্রসীমার নীচে বসবাসকারী শিক্ষার্থীদের ৫০০ টাকা এবং অসংরক্ষিত শ্রেণিভুক্ত শিক্ষার্থীদদের ১০০০ টাকা জমা দিতে হবে।

Advertisement

১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নেট/ সেট স্টাডিজ়ে আবেদনপত্র জমা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আগ্রহী শিক্ষার্থীদের সমস্ত নথি পেশ করতে হবে। আবেদনকারীরা ডাকযোগে কিংবা সশরীরে উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে আরও তথ্যের জন্য প্রার্থীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement