Online Course FTII Pune 2023

চলচ্চিত্র পরিচালনার খুঁটিনাটি শেখাবে এফটিআইআই, জেনে নিন বিস্তারিত

৩০ জনকে নিয়ে পাঁচ দিন ক্লাস করানো হবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর ওপেন লার্নিং বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৩ ১২:৪১
Share:

প্রতীকী ছবি।

চলচ্চিত্র পরিচালনার কাজ শেখার সুযোগ দিচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। বিশিষ্ট পেশাদারদের উপস্থিতিতে পাঁচ দিনের একটি অনলাইন কোর্সের মাধ্যমে চলচ্চিত্র নির্দেশনার মূল বিষয়গুলি শেখানো হবে। প্রতিষ্ঠানের সেন্টার ফর ওপেন লার্নিং বিভাগের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement

কারা আবেদন করতে পারবেন?

দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা কোর্সটি করতে পারবেন। তবে শর্তসাপেক্ষে দশম উত্তীর্ণরাও অনলাইন ক্লাসে করার সুযোগ পাবে। এ ছাড়াও স্নাতকোত্তীর্ণ পড়ুয়া, শিক্ষক, পেশাদার ব্যক্তিরাও এই কোর্সে ভর্তি হওয়ার আবেদন করতে পারবেন।

Advertisement

কী ভাবে শেখানো হবে?

অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস করানো হবে।

কোর্স সম্পর্কিত তথ্য:

  • প্রতিদিন মোট চার ঘন্টা ক্লাস করতে হবে।
  • মোট পাঁচ দিন ক্লাস করার সুযোগ রয়েছে।
  • ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে ক্লাস করানো হবে।
  • ইংরেজি এবং হিন্দি ভাষায় ক্লাসে পড়ানো হবে।
  • নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন করতে হবে।
  • ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ-এর ভিত্তিতে ভর্তি নেওয়া হবে।
  • নাম নথিভুক্ত করার জন্য তিন হাজার ৯০০ টাকা জমা দিতে হবে।
  • ক্লাস করার জন্য ওয়েবক্যাম-সহ ডেস্কটপ/ ল্যাপটপ/ স্মার্টফোন থাকা আবশ্যক।
  • কোর্স শেষে অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের তরফে শংসাপত্র পাবেন।

এই কোর্সের জন্য নাম নথিভুক্ত করা হবে ২৪ অগস্ট পর্যন্ত। ক্লাস এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে আরও জানতে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুণের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement