কেউ চলে গেলেন করোনায়। কারও মৃত্যু হল বার্ধক্য এবং পুরোন অসুখে। কিন্তু ২০২০ সাল নিয়ে গেল বহু কৃতী বাঙালিকে। তাঁদের মধ্যে যেমন রয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায়, পদ্মশ্রী পিকে বন্দ্যোপাধ্যায়, পদ্মশ্রী চুনী গোস্বামী। তেমনই রয়েছেন দুই প্রবীণ রাজনীতিক সোমেন মিত্র এবং শ্যামল চক্রবর্তী। অকালে চলে গেলেন অভিনেতা তথা প্রাক্তন সাংসদ তাপস পাল। আলগা মন্তব্যের জন্য জীবনের শেষদিকটা যাঁর বিড়ম্বনায় কেটেছিল। কেটেছিল প্রায় নির্বান্ধব অবস্থায়। চলে গেলেন শতায়ু অমলাশঙ্কর। চলে গেলেন অভিনেতা সন্তু মুখোপাধ্যায়, পরিচালক বাসু চট্টোপাধ্যায়। ২০২০ সাল কেড়ে নিল সাহিত্যিক সুধীর চক্রবর্তী, বাচিকশিল্পী প্রদীপ ঘোষ, কবি এবং অনুবাদক অলোকরঞ্জন দাশগুপ্ত, অনুবাদ সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। অভিশপ্ত বছর কেড়ে নিল ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তকেও। যে কোনও বছরই মৃত্যু ডেকে আনে। কিন্তু একই বছরে এতজন বাঙালির মৃত্যু সাম্প্রতিককালে কোনও বছরে দেখা যায়নি।