London Diary

লন্ডন ডায়েরি

১৫ নভেম্বর ‘নেটফ্লিক্স’-এ আসছে দ্য ক্রাউন-এর বহু প্রতীক্ষিত চতুর্থ সিরিজ়। ডায়ানার ভূমিকায় এমা কোরিন-কে নিয়ে উৎসাহ প্রবল।

Advertisement

শ্রাবণী বসু

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ০৩:৩৫
Share:

টার্নারের জলরঙে টিপু সুলতানের দুর্গ

Advertisement

জাহাজ ও সমুদ্রের ছবি আঁকার জন্য বিখ্যাত ব্রিটিশ ল্যান্ডস্কেপ শিল্পী জে এম ডব্লিউ টার্নার (১৭৭৫-১৮৫১)। ভারতে না এসেও, ১৮০০ সাল নাগাদ শ্রীরঙ্গপত্তনে টিপু সুলতানের দুর্গের চারটি ছবি আঁকেন তিনি। বিভিন্ন শিল্পীর ছবি দেখে ছবিগুলি এঁকেছিলেন টার্নার। এই প্রথম এক প্রদর্শনীতে তাঁর চারটি ছবিই একত্র করা গিয়েছে— টেট ব্রিটেন আর্ট গ্যালারিতে ‘টার্নারস মডার্ন ওয়ার্ল্ড’-এ। দু’টি ছবি টেটেই আছে, একটি আছে আমেরিকার ক্লার্ক গ্যালারিতে, চতুর্থটি ভারতীয় সংগ্রাহক নির্মাল্য কুমারের সম্পত্তি। ‘দ্য ফোর্ট্রেস অব সেরিঙ্গাপটম, ফ্রম দ্য কাল্লালিডিডি গেট’ পেন্টিংয়ে দুর্গের বাইরের অংশের জল-পরিখা দেখা যায়। দখল হয়ে যাওয়ার পর এখানেই থাকতেন টিপু। দুর্গের ভিতরে টিপুকে হত্যার স্থলটি ধরা পড়েছে অন্য জলরঙে। সম্ভবত, উইলিয়াম বেকফোর্ড নামে এক পৃষ্ঠপোষকের জন্য ছবিগুলি আঁকেন টার্নার, যিনি টিপুর প্রাসাদ থেকে লুট হওয়া জিনিসপত্র নিজের অট্টালিকায় সাজিয়েছিলেন।

প্রদর্শনীর সহ-কিউরেটর ডেভিড ব্লেনি ব্রাউন জানান, একটি জলরং এখন এক ভারতীয় সংগ্রাহকের কাছে আছে। সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির শিক্ষক নির্মাল্য কুমার বেঙ্গল স্কুল অব আর্টের আগ্রহী সংগ্রাহক। যামিনী রায়ের সর্ববৃহৎ সংগ্রহটি তাঁর কাছেই আছে। তিনি বলেন, টার্নারের পেন্টিংটি টেটকে দিতে পারা তাঁর কাছে অত্যন্ত সম্মানের।

Advertisement

কল্পনা: টার্নারের তুলিতে টিপু সুলতানের শ্রীরঙ্গপত্তনের দুর্গ

ভারতীয়দের লড়াই

ব্রিটেনের যে ভারতীয় মহিলারা সমানাধিকারের জন্য লড়েছিলেন, তাঁদের কৃতিত্ব উদ্যাপন করতে ব্রিটিশ লাইব্রেরিতে আয়োজিত হয় প্রদর্শনী: ‘আনফিনিশড বিজ়নেস: দ্য ফাইট ফর উইমেন্স রাইটস’। বাড়ি ও কাজের জায়গা— অধিকারের জন্য মেয়েদের সংগ্রামের কথা তুলে ধরা হয়; নিজের শরীরের উপর অধিকার, শিক্ষার অধিকার, ভোটাধিকার, প্রতিবাদের অধিকার। সংগ্রামীদের মধ্যে আছেন ১৮৯২ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আইন নিয়ে পড়া প্রথম মহিলা কর্নেলিয়া সোরাবজি; দলীপ সিংহের কন্যা ও মহারাজা রণজিৎ সিংহের নাতনি রাজকুমারী সোফিয়া দলীপ সিংহ, যিনি মেয়েদের ভোটাধিকারের জন্য লড়েছিলেন; ১৯৭৬-৭৮ সালে লন্ডনে গুজরাতি কারখানা শ্রমিকদের গ্রানউইক স্ট্রাইকে নেতৃত্ব দেওয়া জয়াবেন দেশাই; ‘সাউথহল ব্ল্যাক সিস্টার্স’ গোষ্ঠী, যারা গার্হস্থ হিংসার শিকার হওয়া মেয়েদের আশ্রয় দিত। প্রদর্শনীতে আছে সোফিয়ার দলীপ সিংহের ডায়েরি, তাঁর উপর হওয়া পুলিশি নজরদারির নথিপত্র। আছে শাকিলা তারানুম মানের নকশা করা ‘ঘৃণাই আমাদের অস্ত্র’ ব্যানারটি।

ফের ডায়ানা

নামভূমিকায়: অভিনেত্রী এমা কোরিন

১৫ নভেম্বর ‘নেটফ্লিক্স’-এ আসছে দ্য ক্রাউন-এর বহু প্রতীক্ষিত চতুর্থ সিরিজ়। ডায়ানার ভূমিকায় এমা কোরিন-কে নিয়ে উৎসাহ প্রবল। নতুন পর্বে দেখানো হয়েছে চার্লসের সঙ্গে তাঁর বাগ্দান থেকে বিবাহ, এবং প্রথম দিকের যৌথ সফর। প্রিন্স চার্লসের সঙ্গে বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে ঘিরে মিডিয়ার ভিড়। ডায়ানা অবশ্য ভাবেন, বিবাহ-পর্ব মিটে গেলে পুরনো জীবনে ফিরে যাবেন। ওয়েলসের রাজকুমারী হিসেবে প্রথম সফরে তাঁকে অভ্যর্থনা জানাতে বৃষ্টি মাথায় উপস্থিত ছিল উৎসাহী জনতা। বিমর্ষ চার্লস ঠাট্টা করেন, “ওরা আমার স্ত্রীকে দেখতে এসেছে। আমাকে দেখতে আসেনি।” চার্লসের থেকে প্রচারের আলো শুষে নেওয়াতেই তাঁদের বিচ্ছেদ। নিজের মতো চলতে ভালবাসতেন ডায়ানা। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাতে রাজপরিবারের সদস্যদের মতো দস্তানা পরতেন না। সমালোচকেরা বলছেন, কোরিনের ডায়ানাই আসলের সবচেয়ে কাছাকাছি।

ঋষির প্রবেশ নিষেধ

ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনকের জনপ্রিয়তা নিম্নগামী। ছুটির সময় অভাবী শিশুদের বিনামূল্যে গরম খাবার দেওয়ার প্রস্তাবের বিরুদ্ধে পার্লামেন্টে ভোট দিয়েছেন তিনি। এর পরেই নিজের নির্বাচনী এলাকার একটি পাবে তাঁর ঢোকা নিষিদ্ধ হয়েছে। নর্থ ইয়র্কশায়ারের ওই পাব ও রেস্তরাঁর মালিক জানান, অতিমারির মধ্যেও গরিব শিশুদের খাবার দেওয়ার প্রকল্পের বিরোধিতা করায় ঋষি ও তিন টোরি এমপি-কে তাঁর দোকানে ঢুকতে দেওয়া হবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement