—ফাইল চিত্র।
সুরাহা তো মিললই না। উল্টে জ্বালানি নিয়ে অস্বস্তি বাড়ল সাধারণ মানুষের।
খাদ্যপণ্যের দাম ফের আগুন হওয়ায় এ বার অন্তত গৃহস্থের রান্নার গ্যাসের খরচ কমানো হবে বলে আশা করেছিলেন অনেকে। বিশেষত গত এপ্রিল, জুন এবং জুলাইয়ে যেহেতু হোটেল-রেস্তরাঁয় রান্নার বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার (১৯ কেজি) যথাক্রমে ৩২ টাকা, ৭২ টাকা এবং ৩১ টাকা কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কিন্তু প্রত্যাশায় জল ঢেলে অগস্টেও গৃহস্থের রান্নার গ্যাস (১৪.২ কেজি) অপরিবর্তিতই থাকল। কলকাতায় যা ৮২৯ টাকা। বরং তা আগামী দিনে ফের বাড়বে কি না, এই প্রশ্ন উঠল বিশ্ব বাজারে জ্বালানির দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়ে বাণিজ্যিক সিলিন্ডার এবং বিমান জ্বালানি এটিএফ, দু’টিই বাড়ানোয়।
রাজ্য বিক্রয় কর কমানোয় কলকাতায় এটিএফ অবশ্য কিছুটা কমেছে। তবে কিলোলিটার পিছু তাতে খরচ এখনও লক্ষাধিক (প্রায় ১ লক্ষ ৫২১ টাকা)। বিশ্ব বাজারে অশোধিত তেলের ব্যারেল আবার ৮১ ডলার ছাড়িয়েছে। সব মিলিয়ে জ্বালানির খরচ নিয়ে মাথা তুলেছে দুশ্চিন্তা।