রাহুল গাঁধী। ফাইল চিত্র
কেন্দ্রীয় বাজেটের মিশ্র প্রতিক্রিয়া মিলছে বিভিন্ন মহল থেকে। তবে একটা ব্যাপারে প্রায় সকলেই মোটামুটি একমত। তা হল, এই বাজেট থেকে খুব তাড়াতাড়ি ভাল ফলের আশা করা মুশকিল। সুফল মিলতে পারে ভবিষ্যতে। এই নিয়ে বুধবার কেন্দ্রকে বিঁধলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এর মধ্যে রাহুলের আক্রমণ সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। তাঁর দাবি, অর্থনীতির ‘ব্যর্থতা’র দায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাঁধে চাপিয়ে এবং তাঁকে পদ থেকে সরিয়ে দায়মুক্ত হতে চাইছেন মোদী।
এ দিন টুইটারে রাহুল লিখেছেন, ‘‘প্রিয় প্রধানমন্ত্রী, অর্থনীতি ভেঙে পড়ছে। আপনি নিশ্চয়ই মাথা খাটাচ্ছেন, কী ভাবে এই দায় এড়ানো যায়। দিশাহীন নির্মলাজির নিষ্ফলা বাজেটকে কাজে লাগান। তাঁকে বরখাস্ত করুন এবং সমস্ত দায় তাঁর কাঁধে দিয়ে দিন। তা হলেই আর কোনও সমস্যা থাকে না।’’ রাহুল বহু দিন ধরেই নোটবন্দি এবং তড়িঘড়ি জিএসটি রূপায়ণ নিয়ে আক্রমণ করে আসছেন কেন্দ্রের এনডিএ সরকারকে। এ দিন সেই সূত্র ধরে মোদী সরকারকে আক্রমণ করেছেন চিদম্বরম। তিনি বলেন, নোটবন্দি ও ‘ভুল’ জিএসটির পাশাপাশি, ব্যাঙ্কের উপরে ক্রমাগত চাপের ফলেই গোত্তা খেয়েছে অর্থনীতি।
অর্থনীতি শ্লথ হওয়ার মূল কারণ হিসেবে আন্তর্জাতিক সমস্যার কথা বারবার তুলে ধরেছে কেন্দ্র। প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, ‘‘পশ্চিম এশিয়ায় সমস্যা, কোনও যুদ্ধ কিংবা আমেরিকা ও চিনের মধ্যে বাণিজ্য-যুদ্ধের মতো কিছু ঘটলে কি কেন্দ্রের হাতে দ্বিতীয় কোনও পরিকল্পনা রয়েছে?’’ তাঁর বক্তব্য, শিল্প সংস্থার কর না-কমিয়ে জিএসটি কমানো কিংবা এমজিএনআরইজিএ কিংবা পিএম-কিসানে বেশি করে অর্থ বরাদ্দ করা উচিত ছিল। তাতে সাধারণ মানুষের হাতে খরচ করার মতো টাকা আসত।