Lok Sabha Exit Poll 2024

বুথফেরত সমীক্ষার হিসাব বেরোতেই ঝড় উঠল শেয়ার বাজারে! এক লাফে ২০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স

সোমবার কেনাবেচা শুরু হওয়ার ১৫ মিনিট আগে, অর্থাৎ ‘প্রি-ওপেন সেশনে’ (৯টা-৯টা ১৫ মিনিট) নিফটি ৮০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,২২৭.৯০ এ পৌঁছে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৪ ১১:৪৮
Share:

বম্বে স্টক এক্সচেঞ্চ। —ফাইল চিত্র ।

সাত দফার ভোটপর্বের শেষে বেশির ভাগ বুথফেরত সমীক্ষা বলছে, ৩৫০-এর বেশি আসন পাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। আর সেই হিসাব বেরোতেই নতুন উচ্চতায় উঠল ভারতের শেয়ার বাজার। এক লাফে বৃদ্ধি পেল সেনসেক্স এবং নিফটি। ভোটগণনার আগের দিন সকালেই ২,০০০ পয়েন্ট উঠল সেনসেক্স। রেকর্ড লাফ দিয়ে উঠেছে নিফটিও।

Advertisement

সেনসেক্স এবং নিফটি বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। এদের ওঠাপড়ার উপর নির্ভর করে শেয়ার বাজার এবং শেয়ারদর।

শনিবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আর তার পরেই প্রকাশ্যে এসেছে বুথফেরত সমীক্ষা। বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, শরিকদের নিয়ে তৃতীয় বার কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি। সে ক্ষেত্রে সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদীই। বুথফেরত সমীক্ষার সেই হিসাব দেখেই মনে করা হচ্ছিল এর প্রভাব শেয়ার বাজারে পড়বে। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে শেয়ার দর। শনিবার এবং রবিবার ভারতের শেয়ার বাজার বন্ধ থাকে। প্রভাব বোঝা গেল সোমবার সকাল হতেই।

Advertisement

সোমবার বেচাকেনা শুরু হওয়ার ১৫ মিনিট আগে অর্থাৎ, ‘প্রি-ওপেন সেশনে’ (৯টা-৯টা ১৫ মিনিট) নিফটি ৮০০ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,২২৭.৯০ এ পৌঁছয়। অন্য দিকে, ২,৬২১.৯৮ পয়েন্ট বা ৩.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৬,৫৮৩.২৯ শতাংশে পৌঁছয় সেনসেক্স। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ়, পাওয়ার গ্রিড, শ্রীরাম ফিনান্স এবং এনটিপিসির মতো বড় সংস্থাগুলির শেয়ারদর।

তবে এই প্রসঙ্গে কী বলছেন বিশেষজ্ঞেরা? ‘প্রফিট আইডিয়া’র প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ আগরওয়ালের কথায়, ‘‘উল্লেখযোগ্য ভারতের ’২৪ অর্থবর্ষের কিউ৪ জিডিপি ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর্থিক বছরের বৃদ্ধি ৮.২ শতাংশ।’’ তবে আগামীকাল ভোটগণনার ফলাফল প্রকাশিত হওয়া পর্যন্ত শেয়ার বাজার অস্থির থাকবে বলেও মন্তব্য করেছেন বরুণ।

উল্লেখ্য, কয়েক দিন ধরে চলতে থাকা অস্থিরতার পরে বুথ ফেরত সমীক্ষা সূচকের পালে হাওয়া জুগিয়েছে। এনডিএ-র ‘চারশো পার’ স্লোগানে কয়েক দিন আগেই ৭৫,০০০ পেরিয়ে নজির গড়েছিল সেনসেক্স। লেনদেন চলাকালীন এক দিন সেনসেক্স ৭৬,০০০ পার করেছিল। তবে এর পরেই আশঙ্কা গ্রাস করে লগ্নিকারীদের। জল্পনা ছড়ায়, আশার তুলনায় কম আসন পেতে পারে বিজেপি। ফলে পতন শুরু হয়। গত সপ্তাহের প্রথম চার দিনে সেনসেক্স ১৫২৫ পয়েন্ট পড়ে গিয়েছিল। শেয়ার বাজারে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে বুথফেরত সমীক্ষা প্রকাশ্যে আসতেই আবার গতি পেয়েছে ভারতের শেয়ার বাজার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement