Stock Market Holiday

মহারাষ্ট্র ভোটের দিনে শেয়ার বাজার খোলা না বন্ধ? জারি হল বিজ্ঞপ্তি

চলতি মাসের ২০ তারিখে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের দিনে শেয়ার বাজার বন্ধ না খোলা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৩:২২
Share:

—প্রতীকী ছবি।

নভেম্বরের তৃতীয় সপ্তাহে চার দিন খোলা থাকবে শেয়ার বাজার। ইতিমধ্যেই আগামী ২০ তারিখ ছুটি ঘোষণা করেছে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। ওই দিন খুলবে না কারেন্সি বাজারও। কমোডিটি এক্সচেঞ্জে কোনও লেনদেন করতে পারবেন না লগ্নিকারীরা।

Advertisement

২০ নভেম্বর, বুধবার মহারাষ্ট্র বিধানসভার নির্বাচন রয়েছে। এক দিনেই মারাঠা রাজ্যের সর্বত্র ভোট গ্রহণের ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন। ফলে ওই দিন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন রাজধানী মুম্বইয়ের বাসিন্দারা। আর সেই কারণেই বাজার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বম্বে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মহারাষ্ট্র বিধানসভার ভোট গণনার দিন ২৩ নভেম্বর ধার্য করা হয়েছে। ওই দিন শনিবার হওয়ায় স্বাভাবিকভাবেই শেয়ার বাজার বন্ধ থাকবে। আর তাই ২৩ তারিখের জন্য আলাদা করে কোনও ছুটি ঘোষণা করা হয়নি।

Advertisement

এ মাসের এক তারিখে দীপাবলির জন্য শেয়ার বাজারে ছুটি ছিল। ১৫ নভেম্বর গুরু নানক জয়ন্তীতেও বন্ধ থাকবে বম্বে ও ন্যাশনাল এক্সচেঞ্জ। অর্থাৎ শনি ও রবিবার মিলিয়ে নভেম্বর মোট ১২ দিন স্টকে কোনও লেনদেন করতে পারছেন না বিনিয়োগকারীরা।

অক্টোবরে মোটেই ভাল ছিল না শেয়ারের সূচক। নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণার পর কিছুটা চড়েছিল সেনসেক্স ও নিফটি। কিন্তু, তার থেকে ফের নিম্নমুখী রয়েছে স্টকের লেখচিত্র। বর্তমানে সেনসেক্স ৭৯ হাজার ৪৮৬ ও নিফটি ২৪ হাজার ১৪৮-এ দাঁড়িয়ে রয়েছে। মহারাষ্ট্র ভোটের প্রভাব এই দুই সূচকের উপর পড়বে কিনা, তার উত্তর দেবে সময়।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement