খাবারের দাম নিয়ন্ত্রণ করে সুইগি, জ়োম্যাটো প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে এমনই তথ্য উঠে এল তদন্তে। —প্রতীকী ছবি।
নিজেদের অ্যাপে চুক্তির মাধ্যমে কিছু রেস্তরাঁকে বাড়তি সুবিধা দিয়ে এবং খাবারের দাম নিয়ন্ত্রণ করে সুইগি, জ়োম্যাটো প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করছে বলে উঠে এল তদন্তে। দেশে হোটেল-রেস্তরাঁর সংগঠন এনআরএআই-এর অভিযোগের ভিত্তিতে ২০২২-এ অ্যাপ দু’টির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। কোনও পক্ষই তদন্ত রিপোর্ট নিয়ে মন্তব্য করেনি। তবে এই খবর সামনে আসার পরে শুক্রবার জ়োম্যাটোর শেয়ার দর পড়েছে ৩%। আর সুইগি প্রথম শেয়ার আনার (আইপিও) জন্য প্রকাশিত প্রস্তাবনাপত্রে বিষয়টি নিয়ে লগ্নিকারীদের আগাম সতর্ক করে রেখেছে। শুক্রবার তাদের আইপিও-তে ৩.৫৯ গুণ আবেদন জমা পড়েছে।
তদন্তে প্রকাশ, সুইগি ও জ়োম্যাটো নেটে সমস্ত ক্ষেত্রে খাবারের দাম এক রাখতে জোর করত রেস্তরাঁগুলিকে। যাতে অন্যেরা ছাড়ের সুবিধা দিয়ে প্রতিযোগিতায় এগোতে না পারে। তা ছাড়া চুক্তি করে কম কমিশনে কিছু রেস্তরাঁকেও বাড়তি সুবিধা দিত তারা। ২০২৩ সালে ‘সুইগি এক্সক্লুসিভ’ বন্ধ করা হয়েছে বলে দাবি করেছিল সংস্থা। তবে ছোট-মাঝারি শহরে এ ধরনের প্রকল্প (সুইগি গ্রো) চালুর পরিকল্পনা করছে তারা। তাদের সহযোগী রেস্তরাঁ খাবারের দাম ঠিক না রাখলে তালিকায় পিছোনোর হুমকিও দিত। কিছু ক্ষেত্রে জরিমানা করত জ়োম্যাটো।
এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে তাদের শেষ পর্যন্ত জরিমানা করা হবে কি না বা শাস্তি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত সিসিআই-এর শীর্ষ কর্তারা নেবেন। তবে তাতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে এবং সংস্থা দু’টির তার বিরুদ্ধে আবেদন করতে পারবে।