Share market today

২২০০ পয়েন্ট পড়ে থামল রক্তক্ষরণ, উড়ে গেল ২০ লক্ষ কোটি! বিপুল ধস ধাতু, তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে

সোমবার বাজার খুলতেই একধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়েছিল সেনসেক্সের সূচক। হাজার পয়েন্ট পতন হয় নিফটিরও। বেলা গড়াতে বাজারের গতি সামান্য ঊর্ধ্বমুখী হলেও সকালের সেই তেজি কামড়ের ফলে রক্তক্ষরণ ছিল অব্যাহত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৬:৩৩
Share:
tock market crashes after Donald trump has imposed tariff, sensex, nifty down

—প্রতীকী ছবি।

ভারতীয় শেয়ার বাজারের ইতিহাসে আরও একটি কালো দিন। ৭ এপ্রিল, সোমবার শুল্ক নীতির ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার দোলাচলে ভারতীয় শেয়ার বাজারের পতন অব্যাহতই থাকল। সপ্তাহের প্রথম কাজের দিনের সূচনায় পতনের ধাক্কায় থর থর করে কেঁপে উঠেছিল সেনসেক্স ও নিফটি। ভালুকের আঁচ়ড়ে ক্ষতবিক্ষত হয় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই), ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই)। সোমবার বাজার খুলতেই একধাক্কায় প্রায় চার হাজার পয়েন্ট পড়েছিল সেনসেক্সের সূচক। হাজার পয়েন্ট পতন হয় নিফটিরও। বেলা গড়াতে বাজারের গতি কিছুটা ঊর্ধ্বমুখী হলেও সকালের সেই তেজি কামড়ের ফলে রক্তক্ষরণ ছিল অব্যাহত।

Advertisement

সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্সের সূচক নেমে দাঁড়িয়েছে ৭৩১৩৭.৯০ পয়েন্টে। ২২২৬.৭৯ পয়েন্ট পড়েছে সেনসেক্স। শতাংশের হিসাবে যা ২.৯৬। একই দশা নিফটিরও। ৭৪২.৮৫ শতাংশ পড়ার পর নিফটি দাঁড়িয়েছে ২২১৬১.৬০। ৩.২৪ শতাংশ পতন হয়েছে নিফটিতে।

সকালে বাজার খোলার মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সপ্তাহান্তের ছুটির পর সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বিএসইতে তালিকাভুক্ত সমস্ত সংস্থার বাজার মূলধন ২০.১৬ লক্ষ কোটি টাকা কমে ৩৮৩.৯৫ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে শেয়ার বাজার সূত্রে খবর।

Advertisement

মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে তীব্র বাণিজ্য যুদ্ধের ফলে কাঁচামালের চাহিদা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ভারতীয় ধাতু সংস্থার শেয়ারগুলি সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে। দেশের অন্যতম বৃহৎ সংস্থা টাটা স্টিলের শেয়ারের দর এক ধাক্কায় ১০ শতাংশ কমে গিয়েছে বলে শেয়ার বাজার সূত্রে খবর। একই হাল জিন্দাল, নালকো, আদানি এন্টারপ্রাইজ়েস, সেল, হিন্দুস্তান কপারের মতো সংস্থাগুলির। আগের সেশনে ৬.৫ শতাংশ পতনের পর, নিফটি মেটাল সূচক আরও ৮.৬ কমে ৭,৬৯০ পয়েন্টে পৌঁছেছে। ৫২ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এটি। তামা, দস্তা এবং অন্যান্য শিল্প ধাতুর চাহিদা তীব্র হ্রাসের আশঙ্কাও তৈরি হয়েছে বিশ্বজুড়ে।

মন্দার আশঙ্কার মধ্যেই ট্রাম্পের শুল্ক যুদ্ধের সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন নিফটি আইটি। সমস্ত তথ্যপ্রযুক্তি শেয়ারের দাম হ্রাস পেয়েছে। তথ্যপ্রযুক্তি সংস্থার মধ্যে ‘ওওএফএস’, ‘এমফাসিস’ এবং ‘কোফোর্জ’ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাটা কনসালন্টেন্সির শেয়ারের ধস নেমেছে। বিএসই মিডক্যাপ এবং স্মলক্যাপ সূচক যথাক্রমে ৩.৪৬ শতাংশ এবং ৪.১৩ শতাংশ পড়েছে।

দ্য মিন্টের থেকে প্রাপ্ত তথ্য বলছে, ধাতু ক্ষেত্র (৬.৭৫ শতাংশ কমেছে), রিয়্যালটি (৫.৬৯ শতাংশ কমেছে), গণমাধ্যম (৩.৯৪ শতাংশ কমেছে), গাড়ি (৩.৭৮ শতাংশ কমেছে), বেসরকারি ব্যাঙ্ক (৩.৪৭ শতাংশ কমেছে), রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (২.৮৪ শতাংশ কমেছে), ওষুধ (২.৭৫ শতাংশ কমেছে) এবং তথ্যপ্রযুক্তির সংস্থাগুলি (২.৫১ শতাংশ কমেছে) ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement