Share market today

ট্রাম্পের শুল্কনীতির ‘কামড়ে’ রক্তে ভাসল শেয়ার বাজার! দিনের শুরুতেই ৪০০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

চার হাজার পয়েন্ট পতন হয়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। একই দশা নিফটিরও। এক হাজার পয়েন্ট পড়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও। ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১০:১৮
Share:
Sensex falls 4 thousand point and nifty down

—প্রতীকী ছবি।

ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির ‘আফটারশকে’ বেসামাল ভারতীয় শেয়ার বাজার। সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গে বিপুল ধস নামে সেনসেক্স ও নিফটিতে। প্রায় চার হাজার পয়েন্ট পতন হয় বম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসইতে। একই দশা নিফটিরও। এক হাজার পয়েন্ট পড়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও। মুহূর্তে ভারতীয় শেয়ার বাজার ১০ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সপ্তাহান্তের ছুটির পর সকালে লেনদেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ৩,৯৩৯.৬৮ পয়েন্ট কমে ৭১,৪২৫.০১ দাঁড়ায়। এই সময়ের মধ্যে নিফটিও ১,১৬০.৮ পয়েন্ট কমে ২১,৭৪৩.৬৫ এ পৌঁছোয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, ট্রাম্পের শুল্কযুদ্ধের কারণেই শেয়ার বাজারে এই রক্তক্ষরণ। শুধু দালাল স্ট্রিট নয়, রক্তাক্ত সমগ্র এশিয়ার স্টক মার্কেটই। মার্কিন শেয়ার সূচক ন্যাসড্যাক এবং ডাও জোন্সেও বড় ধস নেমেছিল আমেরিকার প্রেসিডেন্টের শুল্কনীতি ঘোষণার পর পরই।

Advertisement

বম্বে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ভারতের শীর্ষ ৩০টি সংস্থার মিলিত সূচক ২,৫০০ পয়েন্টেরও বেশি কমে। বিনিয়োগকারীদের ১৯ লক্ষ কোটি টাকা এক নিমেষে উধাও হয়ে যায় সপ্তাহের প্রথম দিনেই। বিএসই সেনসেক্সের শীর্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা স্টিল (-১০%), টাটা মোটরস (-৭.৮৬%), ইনফোসিস (-৬.৯৮%), টেক মাহিন্দ্রা (-৬.৩৬%) এবং এলএন্ডটি (-৬.৪৫%)। পরে অবশ্য কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাজার। সকাল সাড়ে ১০টা নাগাদ ২৯৭৯ পয়েন্ট নীচে রয়েছে সেনসেক্সের সূচক।

গোটা বিশ্ব আশঙ্কা নিয়ে অপেক্ষা করছিল ট্রাম্প শুল্ক নিয়ে কী সিদ্ধান্ত নেন তা জানতে। সে দিন সব দেশের উপরে ১০% শুল্ক তো তিনি বসিয়েইছেন, সেই সঙ্গে ভারত-সহ সিংহভাগ দেশের পণ্যে বসেছে আরও বেশি শুল্ক। এই ঘোষণায় বিভিন্ন দেশ তো বটেই, ভাল রকম আতঙ্ক ছড়িয়েছে আমেরিকাতেও। পরিস্থিতি যা, তাতে ছারখার হতে বসেছে বিশ্ব বাণিজ্যের মসৃণ আবহাওয়া। এই আশঙ্কা থেকেই সপ্তাহের শেষ দু’দিনে সেনসেক্স খোয়ায় ১২৫৩ পয়েন্ট। নামে ৭৫ হাজারে (৭৫,৩৬৫)।

Advertisement

গোটা বিশ্ব আশঙ্কা নিয়ে অপেক্ষা করছিল ট্রাম্প শুল্ক নিয়ে কী সিদ্ধান্ত নেন, তা জানতে। সব দেশের উপরে ১০% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে ভারত-সহ সিংহভাগ দেশের পণ্যে বসেছে আরও বেশি শুল্ক। এই ঘোষণায় বিভিন্ন দেশ তো বটেই, আতঙ্ক ছড়িয়েছে আমেরিকাতেও। পরিস্থিতি যা, তাতে ছারখার হতে বসেছে বিশ্ব বাণিজ্যের মসৃণ আবহাওয়া। এই আশঙ্কা থেকেই সপ্তাহের শেষ দু’দিনে সেনসেক্স খোয়ায় ১২৫৩ পয়েন্ট। নামে ৭৫ হাজারে (৭৫,৩৬৫)। এ দিন যা ভয়াবহ আকার ধারণ করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement