—প্রতীকী ছবি।
শেয়ার বাজারে অস্থিরতা অব্যাহত। সপ্তাহের প্রথম কাজের দিনে ফের পড়ল সূচক। বাংলাদেশ ‘বিজয় দিবসে’ ৮১ হাজারে নেমে গিয়েছে সেনসেক্স। অন্য দিকে পতন সত্ত্বেও সাড়ে ২৪ হাজারের গণ্ডি টপকেছে নিফটি। সূচকের এই অধোগতিতে হতাশ লগ্নিকারীরা। কয়েক হাজার কোটি টাকার লোকসান হয়েছে তাঁদের।
সোমবার, ১৬ সেপ্টেম্বর, বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বন্ধ হয়েছে ৮১,৭৪৮.৫৭ পয়েন্টে। এ দিন ৩৮৪.৫৫ পয়েন্ট পড়েছে সেনসেক্স। অর্থাৎ, এই বাজারে ০.৪৭ শতাংশের পতন দেখা গিয়েছে। অন্য দিকে দিনশেষে ২৪,৬৮৮.২৫ পয়েন্টে গিয়ে থেমেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) সূচক। নিফটি ৫০ নেমেছে ১০০.০৫ পয়েন্ট বা ০.৪০ শতাংশ।
সপ্তাহের প্রথম কাজের দিনে অবশ্য ৮২,০০০.৩১ পয়েন্টে খোলে বিএসই। দিনের মধ্যে সর্বোচ্চ ৮২,১১৬.৪৪ পয়েন্টে ওঠে সেনসেক্স। আর প্রায় ২৫ হাজারে (২৪,৭৫৩.৪০ পয়েন্ট) দৌড় শুরু করে নিফটি ৫০। এনএসইতে দিনের সর্বোচ্চ সূচক ওঠে ২৪,৭৮১.২৫ পয়েন্ট। ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এ দিন ২,২২০টি শেয়ারের দাম বেড়েছে। দর পড়েছে ১,৭৪৮টি স্টকের। আর ৯৪টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
এর আগে ১৩ ডিসেম্বর ৮২ হাজারের গণ্ডি পেরিয়ে যায় সেনসেক্স। ফলে সোমবার বাজার ঊর্ধ্বমুখী হবে বলে আশা করা হয়েছিল। যদিও বাস্তবে তা হয়নি। বিএসইতে ছোট ও মাঝারি পুঁজির সংস্থাগুলির সূচক ০.৫ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বিভিন্ন ক্ষেত্রের নিরিখে এ দিন রিয়্যাল এস্টেট, গণমাধ্যম ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার ঊর্ধ্বমুখী হয়েছে যথাক্রমে তিন, দেড় এবং ০.৫ শতাংশ। তথ্যপ্রযুক্তি, সংকর ধাতু, তেল ও গ্যাস সংস্থাগুলির স্টক ০.৫ থেকে এক শতাংশ সস্তা হয়েছে।
নিফটিতে লগ্নিকারীদের সর্বাধিক লোকসান হয়েছে টিসিএস, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, আদানি পোর্টস এবং বিপিসিএলের শেয়ারে। আবার ডক্টর রেড্ডিস ল্যাবস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, বজ়াজ ফিন্যান্স, পাওয়ার গ্রিড এবং এইচডিএফসি লাইফের শেয়ার বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে।
(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার অনলাইন কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)