শেয়ার বাজারে পতন। প্রতিনিধিত্বমূলক ছবি।
সকালটা দেখেই বোঝা যাচ্ছিল দিনটা কেমন যাবে। দিনের শেষে হলও তাই। বৃহস্পতিবার সকাল থেকেই নিম্নমুখী ছিল শেয়ার বাজারের সূচক। সময় যত গড়িয়েছে ততই তীব্রতর হয়েছে পতন। শেষ ১০ মিনিটে অবশ্য সামান্য উত্থানের ফলে ৬৪,৮৩১.৪১ পয়েন্টে শেষ করল সেনসেক্স, যা বুধবারের তুলনায় ২৫৫.৮৪ পয়েন্ট বেশি। ৯৩.৬৫ পয়েন্ট নেমে ১৯,২৫৩.৮০ পয়ন্টে থামল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির মধ্যে বৃহস্পতিবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (এনএসই) ক্ষতির তালিকায় সবার উপরে রয়েছে সরকারি ব্যাঙ্ক, এফএমসিজি, ব্যাঙ্ক। এর মধ্যে সরকারি ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ ১.৩৩ শতাংশ। বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সর্বোচ্চ ক্ষতির মুখে পড়েছে অয়েল অ্যান্ড গ্যাস, ইউটিলিটি। দু’টি সেক্টরেই ক্ষতির পরিমাণ ১ শতাংশের বেশি। লাভের তালিকায় বিএসইতে শীর্ষে স্মলক্যাপ সিলেক্ট, এই সংস্থার লাভের পরিমাণ ১.০১ শতাংশ। এনএসইতে ১.০৪ শতাংশ লাভ করে তালিকায় সবার উপরে স্মলক্যাপ ২৫০।
সংস্থাগুলির মধ্যে সেনসেক্স এবং নিফটিতে সবচেয়ে বেশি লাভ করেছে মারুতি সুজ়ুকি, লাভের পরিমাণ যথাক্রমে ২.২২ এবং ২.১২ শতাংশ। সেনসেক্সে লাভের তালিকায় মারুতি সুজ়ুকির পরে রয়েছে টাইটান, আলট্রাটেক সিমেন্ট, টাটা স্টিল, আইসিআইসিআই ব্যাঙ্ক। শীর্ষে থাকা মারুতি সুজ়ুকির লাভের পরিমাণ ২.২২ শতাংশ। অন্য দিকে সেনসেক্সে সর্বোচ্চ ক্ষতির তালিকায় রয়েছে বজাজ ফিন্যান্স, এশিয়ান পেন্টস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক, ইউনিলিভার। সব ক’টি সংস্থারই ক্ষতির পরিমাণ ১ শতাংশের বেশি। নিফটি ৫০-এ ক্ষতির তালিকায় প্রথম দুইয়ে আদানি এন্টারপ্রাইজ় এবং আদানি পোর্টস, দু’টি সংস্থার ক্ষতির পরিমাণ যথাক্রমে ৩.৭৩ এবং ৩.২৪ শতাংশ। প্রসঙ্গত, বৃহস্পতিবার আদানিদের সব সংস্থার শেয়ারই ক্ষতির মুখে পড়েছে।