শেয়ার বাজারে উত্থান ইনফোসিসের। প্রতিনিধিত্বমূলক ছবি।
সপ্তাহের প্রথম দিনই ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়াল শেয়ার বাজার। এ দিন সকালে বাজার খোলার পরেই বড় ক্ষতির মুখে পড়ে সেনসেক্স। সকাল সাড়ে ৯টার মধ্যেই শুক্রবারের তুলনায় ৫০০ পয়েন্ট পিছিয়ে ছিল সেনসেক্সের সূচক। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু, তার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি। দিনের শেষে ৭৯.২৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬৫৪০১.৯২ পয়েন্টে থামল সেনসেক্স, ৬.২৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৯.৪৩৪.৫৫ পয়েন্টে শেষ করল নিফটি।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) অধিকাংশ সেক্টরই ক্ষতির মুখে পড়েছে। বিএসইতে লাভের মুখ দেখেছে আইটি, টেক, এফএমসিজি, সেনসেক্স এবং সেনসেক্স ৫০। শীর্ষে থাকা আইটি সেক্টরের লাভের পরিমাণ ০.৬৬৪ শতাংশ। ০.৮৭ শতাংশ লাভ করে এনএসইতে লাভের তালিকায় শীর্ষে মিডিয়া সেক্টর। লাল তালিকায় বিএসই এবং এনএসইতে সবার উপরে মেটাল সেক্টর, দুই সেক্টরে ক্ষতির পরিমাণ যথাক্রমে ১.৮১ এবং ২.১৪ শতাংশ। এর পরে রয়েছে বেসিক মেটেরিয়ালস, পাওয়ার, স্মলক্যাপ সিলেক্ট, রিয়্যালটি।
সপ্তাহের প্রথম দিন সেনসেক্সে সংস্থাগুলির তালিকায় ১.৫৮ শতাংশ লাভ করে সবার উপরে ইনফোসিস। এর পরে রয়েছে ইউনিলিভার, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। নিফটি ৫০-এ লাভের তালিকায় শীর্ষে এলটিআই মাইন্ডট্রি, এই সংস্থার লাভের পরিমাণ ১.৬৮ শতাংশ। নিফটি ৫০-এ বড় ক্ষতির মুখে পড়েছে আদানি এন্টারপ্রাইজ়। সোমবারে ৩.২৯ শতাংশ বাজারদর কমেছে আদানিদের এই সংস্থার। সেনসেক্সে লাভের তালিকায় শীর্ষে জেএসডব্লিউ স্টিল, দ্বিতীয় স্থানে স্টেট ব্যাঙ্ক। দুই সংস্থারই ক্ষতির পরিমাণ দুই শতাংশের বেশি।