শেয়ার বাজারে পতন আইটিসি-র। প্রতিনিধিত্বমূলক ছবি।
পতনের ধারা অব্যাহত রইল সপ্তাহের প্রথম দিনেও। সোমবার দিনভর টালমাটাল অবস্থা বজায় ছিল শেয়ার বাজারে। সকালে বাজার খোলার পর সূচক পতনের মুখে পড়লেও সাময়িক ভাবে তা সামলে নেয় সেনসেক্স। পরে একাধিক বার উত্থান পতনের মুখোমুখি হয়ে দিনের শেষে ২১ জুলাইয়ের তুলনায় ২৯৯.৪৮ পয়েন্ট কমে ৬৬,৩৮৪.৭৮ পয়েন্টে শেষ করল সেনসেক্স। অন্য দিকে, ৭২.৬৫ পয়েন্ট নেমে নিফটি শেষ করল ১৯,৬৭২.৩৫ পয়েন্টে।
আজকের শেয়ার বাজার। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সেক্টরগুলির তালিকায় বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এফএমসিজি, মেটাল, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস। এর মধ্যে এফএমসিজির ক্ষতির পরিমাণ ১.৭৪ শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা এনএসইতে ক্ষতির তালিকায় শীর্ষে থাকা সেক্টরগুলির মধ্যে রয়েছে এফএমসিজি, মেটাল, মিডক্যাপ সিলেক্ট, নিফটি ৫০, ইন্ডিয়া ডিজিটাল। অন্য দিকে এনএসইতে সর্বোচ্চ লাভের মুখ দেখেছে ফার্মা, স্মলক্যাপ ১০০, মাইক্রোক্যাপ ২৫০, স্মলক্যাপ ২৫০। ফার্মা সেক্টরের লাভের অঙ্ক ০.৪১ শতাংশ। বিএসইতে সর্বোচ্চ লাভ করেছে ক্যাপিটাল গুডস, পাওয়ার, ইন্ডাস্ট্রিয়ালস, ইউটিলিটিস, হেলথকেয়ার।
সংস্থাগুলির তালিকায় এ দিন সেনসেক্সে সর্বাধিক লাভ করেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, পাওয়ার গ্রিড, বজাজ ফিনসার্ভ, আলট্রাটেক সিমেন্ট। সেনসেক্সে লাভের শীর্ষে থাকা ইন্ডাসইন্ড ব্যাঙ্কের লাভের পরিমাণ ২.০১ শতাংশ। নিফটি ৫০-এ ২ শতাংশের বেশি লাভ করে তালিকার শীর্ষে এসবিআই লাইফ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক। অন্য দিকে ক্ষতির তালিকায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আইটিসি, নিফটি এবং সেনসেক্সে লাভের পরিমাণ ৩.৮৭ এবং ৩.৮৯ শতাংশ। সেনসেক্সে ক্ষতির তালিকায় আইটিসির পরে কোটাক ব্যাঙ্ক, টেক মহিন্দ্রা, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়, জেএসডব্লিউ স্টিল।